পঞ্চাশজন যাত্রীকে নিয়ে মাঝনদীতে ডুবল নৌকা, নিখোঁজ অন্তত দশ

Written by SNS September 5, 2022 1:57 pm

পটনা, ৫ সেপ্টেম্বর– ভারের অধিক যাত্রী নেওয়ায় ডুবে গেল নৌকা। মাঝ নদীতে ডুবলেন যাত্রীরাও। ঘটনাটি ঘটেছে বিহারের দানাপুরে।পঞ্চাশ জনেরও বেশি যাত্রী বোঝাই নৌকা সোমবার সকালের এপার হচ্ছিল নদী। সেই সময়ই দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি। ঘটনায় নিখোঁজ অন্তত দশ জন। ঘটনাটির সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। উদ্ধারকাজ চালায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। জানা গিয়েছে, ওই নৌকায় সকলেই শ্রমিক ছিলেন। কাজ সেরে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

জানা গিয়েছে, অন্তত পঞ্চাশ জন শ্রমিককে নিয়ে নদী পার হচ্ছিল ওই নৌকাটি  । আচমকাই মাঝনদীতে স্রোতে বাড়তে থাকে। সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায় নৌকাটি। যাত্রীরাও সকলে জলের তলায় চলে যান।স্থানীয় প্রশাসনের উদ্যোগে বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে ৪০ জনকে উদ্ধার করে।

তবে এখনও জানা যায়নি ঠিক কতজন যাত্রী নৌকায় উঠেছিলেন। অনুমান করা যাচ্ছে আপাতত দশজন এখনও নিখোঁজ। প্রায় চার ঘণ্টা ধরে উদ্ধারকাজ চললেও তাঁদের উদ্ধার করা যায়নি। দানাপুরের সাব ডিএম জানিয়েছেন, ওই দশ জনকে উদ্ধার করার চেষ্টা করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আরও জানা গিয়েছে, কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন পঞ্চাশ জন শ্রমিক। তখনই নৌকাডুবির ঘটনা ঘটে।