আসানসোল, ১৬ সেপ্টেম্বর –কয়লা পাচারকাণ্ডে সিআইডির তলব এড়ালেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। ভবানী ভবনে সিআইডির দফতরে আজ সকালেই হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বিজেপি নেতা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, তিনি আজ হাজিরা দিচ্ছেন না। পাশাপাশি, এই মামলায় তাঁকে কেন ডাকা হচ্ছে, এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র।
বিজেপি নেতার বক্তব্য, তিনি আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র। অন্ডাল আসানসোল পুর এলাকার মধ্যেও পড়ে না। এই প্রেক্ষিতে আড়াই বছরের পুরনো অন্ডালের একটি মামলায় কেন তাঁকে ডাকা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। সূত্রের খবর, তিনি জানিয়েছেন, এই ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ হবেন। হাইকোর্ট যে নির্দেশ দেবে, সেই মতোই তিনি চলবেন।
Advertisement
Advertisement
Advertisement



