দেখা মিলছে না বিহারীবাবুর, আসানসোল জুড়ে পড়েছে শত্রুঘ্ন নিখোঁজ পোস্টার

Written by SNS October 28, 2022 4:11 pm

আসানসোল,২৮ অক্টোবর — বিজেপি থেকে পা বাড়িয়ে ছিলেন তৃণমূলের দিকে।কিন্তু এখন সেই তৃণমূলেই  নাকি ওনার টিকি পাওয়া যাচ্ছে না।বিহারি বাবু তথা হিন্দি সিনেমার জনপ্রিয় নায়ক শত্রুঘ্ন সিনহা এখন তৃণমূলী।আসানসোল লোকসভায় জোড়াফুল ফুটিয়েছিলেন তিনি।বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে টিকিট দিয়ে উপনির্বাচনে রেকর্ড ভোটে আসানসোল জিতেছিল তৃণমূল।কিন্তু সেই শত্রুঘ্ন সিনহা  তথা বিহারিবাবুকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না!

আসানসোলে মানুষের প্রয়োজন মেটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।বেশিরভাগ অবাঙালি মানুষের বসবাস আসানসোলে।কিন্তু আসানসোলে নাকি ওনাকে আর দেখাই  যাচ্ছে না।এখানকার মানুষেরা প্রয়োজনে ওনাকে পাচ্ছেন না।সামনেই জনপদের বড় উৎসব ছটপুজো। ছটের আগেই আসানসোলের বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে, বিহারিবাবু কই? হারিয়ে গেলেন নাকি?

আসানসোলের ঘটনার নেপথ্যে বিজেপি রয়েছে বলে সন্দেহ করছে তৃণমূল।এগুলো বিজেপির কিছু পাগল লোকের কারবার।পাল্টা দিলীপ ঘোষ মন্তব্য করেন উনি মন্ত্রী থাকতেও বিদেশেই ঘুরতেন তাই উনি বিজেপিতে টিকতে পারেন নি।