জানা গেছে, দীপাঞ্জনা মুখোপাধ্যায় নামে বছর ৩৫-এর এই মহিলা থাকতেন দক্ষিণ কলকাতার কসবার বেদিয়াডাঙা এলাকায়। আয়কর দফতরে কাজ করতেন তিনি। পরিবার সূত্রের খবর, গত ৫ নভেম্বর দেরাদুনে মাউলি থেকে ট্রেক শুরু করেছিলেন তিনি।
আরও জানা গেছে, স্বামী ও সন্তানকে সঙ্গে নিয়ে দেরাদুনে ছুটি কাটাতে যান দীপাঞ্জনা। সেখান থেকেই ট্রেক করতে শুরু করেন তিনি। শুক্রবার দুপুরে হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয়। নিমেষে পাহাড়ের কোলেi মৃত্যু হয় তাঁর।
Advertisement
দীপাঞ্জনার মৃত্যুর খবর পরিবারের পৌঁছতেই নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যদের কথায়, এর আগেও পাহাড়ের টানে বারবার ট্রেক করতে বেরিয়ে যেতেন তিনি। এমন কোনও সমস্যা হয়নি। তবে এবার কী হল তা বুঝে উঠতে পারছেন না কেউই।
Advertisement
Advertisement



