টাকার বিনিময়ে জাল পরিচয় পত্র বিক্রি করায় গ্রেফতার বনগাঁর যুবক 

Written by SNS September 14, 2022 5:38 pm
উত্তর ২৪ পরগনা , ১৪ সেপ্টেম্বর — ভারতে ভুয়ো নথিপত্র বানানো সেটা নতুন কথা নয়।বেআইনিভাবে দীর্ঘদিন ধরেই ভারতীয়দের নকল আধার কার্ড ,ভোটার কার্ড সহ বিভিন্ন পরিচয় পত্র তৈরি করে তা বাংলাদেশীদের কাছে চড়া দামে বিক্রি করছিল এই দল ।সেই অপরাধেই এক ব্যক্তিকে গ্রেফতার করল  বনগাঁ থানার পুলিশ।ধৃত ব্যক্তির নাম নগেন মণ্ডল। বনগাঁর চাঁদা-পানচিতা এলাকার বাসিন্দা সে। ধৃত ব্যক্তি সেই চক্রের একজন মাথা বলে জানা গেছে। এর আগে সেই চক্রের আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল।জেরায় তারা জানিয়েছে, বাংলাদেশ থেকে চোরাপথে যারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে, বিভিন্ন সূত্র মারফত তাদের সঙ্গে যোগাযোগ করে পাচার চক্রের লোকজন। ২০-৩০ হাজার টাকার বিনিময়ে এক একটি ভুয়ো পরিচয়পত্র ‘মিডল ম্যান’দের সাহায্যে তাদের কাছে বিক্রি করা হয়। নকল পরিচয়পত্র তৈরি করার জন্য মৃত ব্যক্তিদের ভোটার কার্ড জোগাড় করত এই চক্রের পাণ্ডারা। তারপর সেই কার্ডগুলো থেকে হলোগ্রাম সংগ্রহ করে নতুন জাল পরিচয় পত্র লাগানো হয়।