বিজেপিকে রাজীব গান্ধির মৃত্যু নিয়ে হুঁশিয়ারি আজম খানের 

Written by SNS May 2, 2023 6:28 pm

দিল্লি, ২ মে– রাজীব গান্ধির মৃত্যু প্রসঙ্গ টেনে বিজেপিকে হুঁশিয়ারি দিতে গিয়ে ফের বিতর্কে আজম খান। সমাজবাদী পার্টির বাহুবলী নেতা আজম খান উত্তরপ্রদেশের রামপুর পুরনির্বাচনে দলীয় প্রার্থী ফতিমা জাবির হয়ে প্রচারে বলেন, “আমি ইন্দিরা গান্ধির আমল দেখেছি। রাজীব গান্ধির সরকারে ছিল সবচেয়ে বেশি সংখ্যক সাংসদ। তাঁর শরীরের এক টুকরোও পাওয়া যায়নি। সঞ্জয় গান্ধির মতো মানুষ বিমানে ছিলেন, তাঁর দেহের কতগুলো টুকরো পাওয়া গিয়েছিল। অর্থাৎ, সরকার বদলালে অনেক কিছু বদলে যায়।”

ভাষণে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা বলেন প্রবীণ নেতা। তাঁর কথায়, “গত ৪০-৪২ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আপনি জানতেই পারবেন না কখন রুটি উলটে যাবে! প্রশাসন, পুলিশ সব বদলে যাবে। যে পুলিশ আপনার দরজা ভেঙেছিল, যারা আপনাকে লাথি মেরেছিল, তারাই আপনার পাশে দাঁড়াবে, স্যালুট করবে।” উল্লেখ্য, এর আগেও বিতর্কিত মন্তব্য করে অস্বস্তিতে পড়েছেন সপা নেতা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারে যোগীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন। মামলা ওঠে আদালতে। তিন বছরের কারাদণ্ড হয় আজমের। এর ফলে বিধায়ক পদ খোয়া যায় তাঁর।

আর এই বক্তৃতার পরই বিজেপি বলেছে, আজম খান তাদের প্রার্থীদের প্রাণে মারার  ভয় দেখিয়েছে।