মুম্বই, ১৯ ফেব্রুয়ারি– নতুন পালক অভিনেতা আয়ুষ্মান খুরানার মুকুটে। জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা আয়ুষ্মান খুরানা ভারতে ইউনিসেফের ‘জাতীয় অ্যাম্বাসাডর’ হিসাবে মনোনীত হয়েছেন। শিশুদের উন্নয়নের জন্য এগিয়ে এলেন। ভারতের শিশুদের সুস্থভাবে বেঁচে থাকার অধিকারের সুরক্ষা, তাদের সুস্বাস্থ্য এবং সুরক্ষিত থাকার অধিকার ও উন্নয়নের দাবিকে আরও জোড়ালো করার জন্য তিনি কাজ করতে অঙ্গীকার করেছেন। এজন্য বলিউডের এই জনপ্রিয় অভিনেতা ইউনিসেফের সঙ্গে হাত মিলিয়েছেন।
ইউনিসেফের জাতীয় অ্যাম্বাসাডর রূপে মনোনয়নকে স্বাগত জানিয়ে একটি অনুষ্ঠানে খুরানা বলেন, ‘আমি আগে ইউনিসেফের সেলিব্রিটি অ্যাডভোকেট হিসাবে শিশুদের জন্য কাজ করেছি। বাচ্চাদের সঙ্গে কথা বলে অনেক কিছু জেনেছি।’ তাঁর কথায়, ‘ইন্টারনেট ব্যবহারের সময় শিশুদের সুরক্ষা, সামাজিক মাধ্যম ব্যবহার করে শিশুদের হেনস্তা করার ঘটনা, তাদের মানসিক স্বাস্থ্য বিকাশ এবং ছেলেমেয়ে নির্বিশেষে শিশুদের সমান অধিকার নিয়ে আমি ইতিমধ্যে কাজ করেছি।’
Advertisement
Advertisement
Advertisement



