• facebook
  • twitter
Wednesday, 9 July, 2025

রাষ্ট্রীয় একতা দিবসে মোদী তুললেন ‘শহুরে নক্সাল’ প্রসঙ্গ 

রাষ্ট্রীয় একতা দিবসে এক দেশ, এক ভোট নীতির পক্ষে জোরদার সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের কেবারিয়া থেকে দেশের উদ্দেশে এদিন বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এদিন তাঁর বক্তব্যে আরবান নক্সাল প্রসঙ্গও উঠে আসে। নাম না করে কংগ্রেসকে নিশানা করে তোপ দাগেন তিনি। তিনি বলেন, শহুরে নকশালদের দল সস্তা রাজনীতির স্বার্থে দেশের একতাকে নষ্ট করতে চায়। এদের চিহ্নিত করতে হবে।