• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

উচ্ছেদ নাকি হিমন্তের নিশানায় সংখ্যালঘুরা, বিরোধীদের নিশানায় মুসলমান ‘দখলদারদের’ হঠাতে অভিযান

দিসপুর, ১৯ ডিসেম্বর– সোমবার নগাঁও জেলার বটদ্রবা এলাকায় কয়েক হাজার ‘দখলদারদের’ বাড়ি ভেঙে দেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে গোটা অঞ্চলে কয়েক হাজার পুলিশ ও আধা সেনা মোতায়েন করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, বেছে বেছে সংখ্যালঘুদের নিশানা করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। প্রশাসন সূত্রে খবর, বটদ্রবার সরকারি বীজ পাম, হাইডুবি, ভোমোরাগুরি গ্রেজিং রিজার্ভ, জামাই বস্তি, রামপুর,

দিসপুর, ১৯ ডিসেম্বর– সোমবার নগাঁও জেলার বটদ্রবা এলাকায় কয়েক হাজার ‘দখলদারদের’ বাড়ি ভেঙে দেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে গোটা অঞ্চলে কয়েক হাজার পুলিশ ও আধা সেনা মোতায়েন করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, বেছে বেছে সংখ্যালঘুদের নিশানা করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

প্রশাসন সূত্রে খবর, বটদ্রবার সরকারি বীজ পাম, হাইডুবি, ভোমোরাগুরি গ্রেজিং রিজার্ভ, জামাই বস্তি, রামপুর, কদমণি এলাকায় হাজার হাজার বিঘা জমি অবৈধ ভাবে দখল করা হয়েছে। এই দখলদারদের উচ্ছেদ করার জন্য দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল। গত অক্টোবর মাসেই বাসিন্দাদের এলাকা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। স্থানীয়দের একাংশ সাফ জানিয়েছে তারা নিজেদের জায়গা ছেড়ে যাবে না। ফলে সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা। অপ্রিয় ঘটনা এড়াতে গোটা অঞ্চলে কয়েক হাজার পুলিশ ও আধা সেনা মোতায়েন করা হয়েছে। চলছে কুচকাওয়াজ। অঞ্চলটিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

Advertisement

Advertisement