রাহুলের বিরুদ্ধে ‘উসকানি’ মামলা সিআইডির হাতে

Written by SNS January 25, 2024 5:43 pm

গুয়াহাটি, ২৫ জানুয়ারি– ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে রাহুল গান্ধি অসমে প্রবেশ করতেই অশান্তি শুরু হয়৷ ব্যারিকেড ভেঙে শহরে ঢোকার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা৷ সংঘর্ষ বাঁধে পুলিশের সঙ্গে৷ তারপরই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশেই রাহুল গান্ধির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়৷ সেই মামলায় এবার আরও বিপদে ঘনাল রাহুলের৷ এবার সেই মামলা রাজ্য সিআইডির হাতে তুলে দিল অসম পুলিশ৷
ঘটনাটি মঙ্গলবারের৷ এদিন ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রবেশ করে গুয়াহাটিতে৷ আইন-শৃঙ্খলার কারণ দেখিয়ে পুলিশ কংগ্রেসের যাত্রাকে শহরের ভিতরে ঢুকতে দিতে অস্বীকার করে৷ ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় পথ৷ প্রায় ৫ হাজার কংগ্রেস কর্মী সেই ব্যারিকেড টপকিয়েই শহরে ঢোকার চেষ্টা করেন৷ কংগ্রেস কর্মীর সঙ্গে হাতাহাতি-সংঘর্ষ শুরু হয় পুলিশের৷
প্রসঙ্গত, গতকালই হিমন্ত বিশ্ব শর্মা হুঁশিয়ারি দিয়ে বলেন, লোকসভা নির্বাচনের পর রাহুল গান্ধিকে গ্রেফতার করা হবে৷ এখন গ্রেফতার করলে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেফতারি বলা হবে, তাই নির্বাচন মিটলেই সিট গঠন করে তদন্ত করা হবে এবং রাহুল গান্ধিকে গ্রেফতার করা হবে৷
পুলিশ রাহুল গান্ধি, কেসি বেণুগোপাল সহ একাধিক কংগ্রেস কর্মীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৯টি ধারায় এফআইআর দায়ের করে৷ এর মধ্যে হিংসায় উসকানি, বিনা অনুমতিতে জমায়েত করা ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারাও রয়েছে৷ এ দিন, অসম পুলিশের প্রধান জিপি সিং এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, রাহুল গান্ধির বিরুদ্ধে দায়ের হওয়া মামলা সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে৷ তিনি জানান, ভারত জোড়ো ন্যায় যাত্রা ঘিরে পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের সংঘর্ষের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য সিআইডির হাতে দায়িত্ব দেওয়া হয়েছে৷ বিশেষ তদন্তকারী দল গঠন করে তারা এই মামলার তদন্ত করবে৷