• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভক্ষকের হাতেই প্রাণ খোয়াবেন আরেক ভক্ষক পুতিন!

মস্কো, ২৭ ফেব্রুয়ারি– তবে কি অ্যাডল্ফ হিটলারের পুনরাবৃর্তি হতে চলছে পুতিনের ক্ষেত্রে ? ‘অপারেশন ভালকিরি’র  সেই অধ্যায় যেখানে নিজের এক সমর্থকের হাতেই খুন হতে বসেছিলেন হিটলার, আজ ইতিহাস। যদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি মানেন তাহলে বিশ্বস্তদের হাতেই নাকি প্রাণ খোয়াবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ‘নিউজ উইক’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিয়ে ইউক্রেনে একটি

মস্কো, ২৭ ফেব্রুয়ারি– তবে কি অ্যাডল্ফ হিটলারের পুনরাবৃর্তি হতে চলছে পুতিনের ক্ষেত্রে ? ‘অপারেশন ভালকিরি’র  সেই অধ্যায় যেখানে নিজের এক সমর্থকের হাতেই খুন হতে বসেছিলেন হিটলার, আজ ইতিহাস। যদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি মানেন তাহলে বিশ্বস্তদের হাতেই নাকি প্রাণ খোয়াবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

‘নিউজ উইক’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিয়ে ইউক্রেনে একটি তথ্যচিত্র তৈরি হয়েছে। গত শুক্রবার মুক্তি পাওয়া ‘ইয়ার’ নামের ওই তথ্যচিত্রে জেলেনস্কি নাকি বলেছেন, “ঘনিষ্ঠদের হাতেই খুন হবেন পুতিন।” তিনি দাবি করেছেন, পুতিনের নেতৃত্ব দুর্বল হয়ে পড়বে আর তাঁকে নিজের লোকের হাতেই প্রাণ খোয়াতে হবে।তথ্যচিত্রে জেলেনস্কি নাকি বলেছেন, “একটা সমব আসবে যখন পুতিনের দুর্বল শাসনের প্রভাব গোটা রাশিয়ায় পড়বে। ভক্ষকরাই আরও এক ভক্ষককে খেয়ে ফেলবে। ওই খুনিকে (পুতিন) খুন করার কোনও না কোনও কারণ তারা ঠিক বের করবে। তবে কবে এমনটা হবে আমি জানিনা।”

তাৎপর্যপূর্ণ ভাবে, কয়েকদিন আগেই এক প্রতিবেদনে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ দাবি করেছে, ঘনিষ্ঠরাই ক্রমে পুতিনের উপর বিরক্ত হয়ে পড়ছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ সেনা ও শাসকদলের মধ্যেও প্রেসিডেন্ট পুতিনের প্রতি ক্ষোভ ক্রমে বাড়ছে। এক বছরেরও বেশি সময় যুদ্ধ করে ইউক্রেনকে বাগে আনতে না পারায় পুতিনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

এদিকে, রবিবার ইউক্রেনীয় যৌথবাহিনীর কমান্ডার মেজর জেনারেল অ্যাডওয়ার্ড মিখাইলোভিচ মোসকালভকে বরখাস্ত করেছেন জেলেনস্কি। গত মার্চ মাসে লেফটেন্যান্ট জেনারেল ওলেকজান্ডার পাভলিউকয়ের জায়গায় মোসকালভকে সামরিক প্রশাসনের প্রধান নিযুক্ত করা হয়েছিল। প্রবল যুদ্ধের মাঝে এহেন পদক্ষেপ করার কারণ কী, তা নিয়ে মুখ খোলেননি প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে জেনারেল মোসকালভের অপসারণ যথেষ্ট জল্পনা উসকে দিয়েছে।

Advertisement

Advertisement