মুম্বাই, ২৭ জানুয়ারি– আচমকা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে অভিনেতা-গায়ক অন্নু কাপুর ।দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার। জানা গেছে, আপাতত স্থিতিশীল আছেন তিনি।
হাসপাতাল সূত্রের খবর, ৬৬ বছর বয়সি অন্নু কাপুর কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা ২৪ ঘণ্টা নজরদারিতে রেখেছেন তাঁকে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেতা।
Advertisement
বহু বছর ধরে বলিউডে কাজ করছেন অন্নু কাপুর। রিয়্যালিটি শোয়ের সঞ্চালক হিসেবে প্রথমদিকে জনপ্রিয় হন তিনি। তার পর থেকে করতে থাকেন একের পর এক ছবি। মিস্টার ইন্ডিয়া, তেজাব, রাম লক্ষ্মণ, ঘায়াল, ডর ছবি করেছেন তিনি। সম্প্রতি আয়ুষ্মান খুরানা অভিনীত ভিকি ডোনর, ড্রিম গার্ল ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে রেনকোট ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। ভিকি ডোনর ছবির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি।
Advertisement
Advertisement



