মুম্বই: শুধু অভিনয়ের জন্যই তাঁকে বিগ বি ডাকা হয় না। আসলে তিনি হৃদয়েও যে বিগ তার প্রমান মিলল। অমিতাভের ব্লগিংয়ের ১১ বছর পূর্তি হল গত রবিবারে । সেই উপলক্ষে তাঁর জীবনের এমন এক কথা তিনি অনুরাগীদের জানালেন যা শুনে সবাই এক বাক্যে বলছেন তিনি সত্যিই বিগ বি।
একবার নিরাপত্তা ছাড়াই একাই বেরিয়ে ছিলেন মুম্বইয়ের রাস্তাbloয়। নিরাপত্তারক্ষী কেউ ছিলেন না সেদিন। মুম্বইয়ের রাস্তা কোনও এক বর্ষায় যানজটে আটকে অভিনেতা। সেই সময় তাঁর গাড়ির কাচে টোকা দেয় এক খুদে। হাতে তাঁর এক গোছা ফুল। অমিতাভের কথায়, মেয়েটির গাড়ির কাচ অবধি হাত পৌঁছছিল না। খানিকটা ভয়ে ভয়ে দাঁড়িয়ে ছিল সে।
Advertisement
ভেবেছিল হয়তো এই গাড়ির সামনে জুটবে তাচ্ছিল্য। কোনও মতে গাড়ি কাচে ফুল গুলো বাড়িয়ে দেয় দাম বলল ৫০০ টাকা। নিরাপত্তা রক্ষী না থাকায় কাচ নামালেন অভিনেতা। বাচ্চা মেয়েটি তাঁর হাতে থাকা ‘গজরা’-র বিনিময়ে ৫০০ টাকা চেয়েছিল তবে ‘বিগ বি’ তার হাতে গুঁজে দেন প্রায় ৫০০০ টাকা। এই অভিজ্ঞতার কথা লিখতে গিয়ে চোখ ভিজল তারকার। অমিতাভ লেখেন, ‘‘বাচ্চাটার মুখের অভিব্যক্তি মনে পড়লে আজও চোখে জল আসে, এমন সারল্য জীবনে ভুলব না।’’
Advertisement
Advertisement



