মুম্বাই, ৩০ সেপ্টেম্বর —পাকিস্তানি অভিনেতা ইমরান আব্বাসের সঙ্গে নাকি প্রেম করছেন অভিনেত্রী আমিশা প্যাটেল। বেশ কয়েক মাস ধরেই নাকি ইমরানের সঙ্গে ডেটিং করছেন নায়িকা। গুঞ্জনে রয়েছে এই প্রেম এতটাই গভীর যে, আমিশা নাকি বিয়ের কথাও ভাবছেন! সম্প্রতি ইমরানের সঙ্গে বাহরিনে দেখা হয় আমিশা প্যাটেলের সেখানেই আলাপ। তারপর ইমরান আমিশার একটি ভিডিও পোস্ট করে প্রশংসা করেন অভিনেত্রীর। সে পোস্ট থেকেই জল্পনার সূত্রপাত। সম্প্রতি আমিশাকে এই নিয়ে প্রশ্ন করা হলে, অভিনেত্রি , ”আমার বয়স এখন ৪৬। এই বয়সে নতুন প্রেমের খবর শুনলে ভালই লাগে। তবে এটা একেবারেই গুঞ্জন। ইমরানের সঙ্গে শুধুই বন্ধুত্ব রয়েছে। অনেক দিন থেকেই ইমরান আমার পরিচিত।”
Advertisement
Advertisement



