• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

‘আমারও খারাপ লাগে….’

মুম্বই: বিয়ের এখনও দু’বছরও পূর্ণ হয়নি৷ রণবীর কাপুর ও আলিয়া ভট্ট্র বছর ছয়েক প্রেমের পরে গত বছর মুম্বইয়ের ‘বাস্তু’তেই গাঁটছড়া বাঁধেন৷ তবে এই প্রেমের সম্পর্কে নাকি নিত্য ঝামেলা আলিয়া ও রণবীরের সংসারে৷ তবে এই অশান্তির মূলে কিন্তু রয়েছেন শুধুই রণবীর৷ স্ত্রী আলিয়ার উপরে নাকি সব সময় কর্তৃত্ব ফলান তিনি৷ আলিয়ার নানান জিনিসে নাকি বিস্তর সমস্যা রণবীরের৷

মুম্বই: বিয়ের এখনও দু’বছরও পূর্ণ হয়নি৷ রণবীর কাপুর ও আলিয়া ভট্ট্র বছর ছয়েক প্রেমের পরে গত বছর মুম্বইয়ের ‘বাস্তু’তেই গাঁটছড়া বাঁধেন৷ তবে এই প্রেমের সম্পর্কে নাকি নিত্য ঝামেলা আলিয়া ও রণবীরের সংসারে৷
তবে এই অশান্তির মূলে কিন্তু রয়েছেন শুধুই রণবীর৷ স্ত্রী আলিয়ার উপরে নাকি সব সময় কর্তৃত্ব ফলান তিনি৷ আলিয়ার নানান জিনিসে নাকি বিস্তর সমস্যা রণবীরের৷ কখনও গলার আওয়াজ তো কখনও সাজগোজ— সব নিয়েই নাকি নিত্য খবরদারি করেন ঋষি-পুত্র৷ এ দিকে আলিয়া ও রণবীরের বয়সের ফারাক ১০ বছরের বেশি৷ বয়সের এই পার্থক্যের কারণেই কি আলিয়াকে শাসন করার সুযোগ পান রণবীর?
কর্ণ জোহরের ‘কফি উইথ কর্ণ’-এ এসে এত দিনে মুখ খুললেন আলিয়া৷ ‘কফি উইথ কর্ণ’-এর অষ্টম সিজ়নের সাম্প্রতিক পর্বে অতিথি হিসাবে এসেছিলেন আলিয়া৷ সেখানেই রণবীরকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে আলিয়াকে প্রশ্ন করেন কর্ণ৷ কর্ণের প্রশ্নের উত্তর দিতে গিয়ে গড়গড় করে সব সত্যিটুকু বলে ফেলেন আলিয়া!
আলিয়া বলেন, ‘আমার সবচেয়ে খারাপ লাগে যে, রণবীরকে নিয়ে যা বিতর্ক হয়, মানুষ হিসাবে ও আদপে ঠিক তার উল্টো ধরনের৷ নেটাগরিকরা সমালোচনা করতে গিয়ে যা যা বলেন, যা আখ্যা দেন, আমার মনে হয় তার একটা সীমা থাকা উচিত৷ আমি সেটা নিয়ে ঘ্যানঘ্যান করলে আবার রণবীর আমাকেই বোঝায় যে, ‘আমরা অভিনেতারা দর্শকের সম্পত্তি৷ তাঁরা আমাদের নিয়ে যা খুশি বলতেই পারেন৷ যত দিন তোমার ছবি সফল হচ্ছে, তোমাকে অভিনেত্রী হিসাবে তাঁরা পছন্দ করছেন, তত দিন বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাটে বসে এ সব নিয়ে অভিযোগ করো না৷’
আলিয়া আরও বলেন, রণবীরকে নিয়ে কয়েক ডজন লেখা বেরিয়েছে যে ওর স্বভাব কতটা খারাপ, এই, সেই! আমি তো অবাক৷ দুনিয়ায় এত কিছু ঘটছে, যা নিয়ে লেখা দরকার৷ তা না করে দু’জন মানুষের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এত কাটাছেঁড়া চলছে!’’