• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

থিম মিউজিকের পর বিশ্বকাপের জার্সি পড়ে প্রকাশ্যে এলেন টিম ইন্ডিয়ার তারকারা।

ভারত:- থিম সং রিলিজের পরই প্রকাশ্যে এলেন বিশ্বকাপের টিম ইন্ডিয়ার তারকারা। সব জল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপের জার্সি পড়ে প্রকাশ্যে এলেন টিম ইন্ডিয়ার তারকা। সূত্রের খবর, জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার কিট স্পনসর অ্যাডিডাসের পক্ষ থেকে নতুন জার্সির নকসা করা হয়েছে। বিশ্বখ্যাত এই সংস্থার তৈরি করা জার্সি পরেই মাঠে বিশ্বকাপ খেলতে নামবে ভারতীয় দল। বর্তমানে যে জার্সি

ভারত:- থিম সং রিলিজের পরই প্রকাশ্যে এলেন বিশ্বকাপের টিম ইন্ডিয়ার তারকারা। সব জল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপের জার্সি পড়ে প্রকাশ্যে এলেন টিম ইন্ডিয়ার তারকা। সূত্রের খবর, জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার কিট স্পনসর অ্যাডিডাসের পক্ষ থেকে নতুন জার্সির নকসা করা হয়েছে। বিশ্বখ্যাত এই সংস্থার তৈরি করা জার্সি পরেই মাঠে বিশ্বকাপ খেলতে নামবে ভারতীয় দল। বর্তমানে যে জার্সি পরে ক্রিকেট খেলে ভারতীয় দল সেটাই মূলত একই রাখা হয়েছে। তবে চমক রয়েছে একটি জায়গায়। ক্রিকেটারদের জার্সির কাধের অংশে তেরঙ্গা পতাকার রঙকে যুক্ত করা হয়েছে। রোহিতদের ‌নতুন জার্সি নিয়ে এরআগে বিতর্ক কম হয়নি। কেন দেশের জার্সিতে জাতীয় পতাকার কোনও চিহৃ নেই তা নিয়ে প্রশ্ন উঠেছিল বার বার। বিশ্বকাপের আগেই সেই বিতর্কের অবসান ঘটাল টিম ইন্ডিয়ার কিট প্রস্তুতকারক সংস্থা। বিরাট রোহিতদের জার্সিতে এবার থাকছে জাতীয় পতাকার রঙও। বিশ্বকাপের জার্সিতে রয়েছে দুটি স্টার, যা ১৯৮৩ এবং ২০১১ সালের বিশ্বকাপ জয়ের স্মৃতি চিহৃ। ১৯ নভেম্বরের পরে রোহিতরা চাইবেন তাদের জার্সিতে আরও একটি তারা যুক্ত করতে। একটি ভিডিওর মধ্য দিয়ে টিম ইন্ডিয়ার বিশ্বকাপের জার্সির উন্মোচন হয়। এই ভিডিও রোহিত বিরাট ছাড়াও অন্য ক্রিকেটাররাও অংশ নিয়েছে‌ন। ঘরের মাঠে ১২ বছর পর একদিনের বিশ্বকাপ খেলতে নামছে ভারতীয় দল। ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর থেকে বিশ্বকাপে ট্রফি আর হাতে তুলতে পারেননি কোনও ভারত অধিনায়ক। এবারও কিন্তু রোহিত শর্মার দলকে নিয়ে রয়েছে প্রত্যাশা বাড়ছে। জানা গিয়েছে, বিশ্বকাপের আগে ২২ সেপ্টেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের একদিনের সিরিজ আয়োজিত হবে। মোহালিতে সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে। ২৪শে সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচটি হবে মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে আয়োজিত হবে ভারত-অস্ট্রেলিয়ার একদিনের সিরিজের শেষ ম্যাচ।