পুজোর পরে বকেয়া ডিএ এর দাবিতে লাগাতার ধর্মঘটে নামার হুমকি সংগ্রামী যৌথমঞ্চের 

Written by SNS October 11, 2023 8:36 pm

কলকাতা , ১১ অক্টোবর – পুজোর পরে বকেয়া ডিএ এর দাবিতে লাগাতার ধর্মঘটে নামার ডাক দিল সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথমঞ্চ। বকেয়া ডিএ-সহ চারদফা দাবিতে মঙ্গলবার থেকে দু’দিনের কর্মবিরতিতে নেমেছিলেন আন্দোলনকারীরা। বুধবার সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “আদালত বাদে সর্বত্রই পেন ডাউন হয়েছে। অবিলম্বে ডিএ সহ দাবিদাওয়া না মিটলে পুজোর পর লাগাতার ধর্মঘটের জন্য সরকার যেন প্রস্তুত থাকে।” এবার রাজভবন ও  নবান্নের সামনে টানা অবস্থানে বসার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।

সম্প্রতি ১০০ দিনের বকেয়া পাওনার দাবিতে রাজভবনের সামনে টানা ৫দিন ধর্নায় বসে তৃণমূল। সেই প্রসঙ্গ টেনে সংগ্রামী যৌথমঞ্চের অভিযোগ, “বিভিন্ন ক্ষেত্রে কর্মচারী আন্দোলন বা গণ আন্দোলনকে ১৪৪ ধারা দেখিয়ে আটকে দেওয়া হয়। অথচ রাজভবনের মতো হাই সিকিউরিটি জোনে দিনের পর দিন ধর্না অবস্থান চলল। তাই আমরা ঠিক করেছি পুজোর পরে রাজভবনের দক্ষিণ গেটে এবং নবান্নে আমাদের  দাবি না মানা পর্যন্ত লাগাতার ধর্না অবস্থান চলবে।” এই বিষয়ে কলকাতা পুলিশ, রাজ্য সরকার এবং রাজভবনকে সংগ্রামী যৌথমঞ্চের তরফে চিঠি পাঠানো হবে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের কথায়, “এক রাজ্যে একই বিষয়ে পৃথক পৃথক নিয়ম আমরা বরদাস্ত করব না।”