ডুরান্ডের ডার্বিতে হারের পর এবার কলকাতা লিগের ম্যাচে আটকে গেল সবুজ মেরুন ব্রিগেড।

Written by SNS August 16, 2023 10:10 am

কলকাতা:-  ডুরান্ডের ডার্বিতে হারের পর এবার কলকাতা লিগের ম্যাচে আটকে গেল সবুজ মেরুন ব্রিগেড। মঙ্গলবার কল্যাণীতে আর্মি রেড দলের বিরুদ্ধে জিততে ব্যর্থ হল সবুজ মেরুন। ম্যাচের ফল ২-২। সেনা দলের বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবেই হোঁচট খেল সুহেল ভাট-কিয়ান নাসিরিরা। কোথাও সবুজ-মেরুন ফুটবলারদের গতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল ক্লান্তি। চলতি মরশুমে এ পর্যন্ত অধিকাংশ ম্যাচেই অপ্রতিরোধ্য লেগেছিল মোহনবাগানকে। কিন্তু আর্মি রেড তাদের লড়াই দিল সমানে সমানে। একুশ মিনিটে ভিয়ানের গোলে এগিয়ে যায় মোহনবাগান। প্রথমার্ধের শেষ পর্যন্ত সেই লিড বজায় রেখেছিল সবুজ-মেরুন শিবির। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের চাপ বাড়ায় আর্মির দলটি। ৫০ মিনিটে খানি্কটা ভাগ্যের সহায়তায় গোল শোধ করে সেনা দলটি। দুই বার পোস্টে লেগে ফেরত আসা বলকে তৃতীয়বারের চেষ্টায় জালে জড়ান সুখপ্রীত সিং।এরপর অবশ্য আবার এগিয়ে গিয়েছিল সবুজ মেরুনই। কিয়ান নাসিরি গোল করে ফেলার ফল ২-১ করে‌ন। কিন্তু দুইবার এগিয়ে গিয়েও তিন পয়েন্ট তুলতে ব্যর্থ হল বাস্তব রায়ের দল। কিন্তু শেষমুহূর্তে একটি পেনাল্টি পেয়ে যায় আর্মি রেড। ইনজুরি টাইমে সেই পেনাল্টি থেকে গোল করেই ম্যাচে সমতা ফেরায় সোমারাজন। সূত্রের খবর, হেড কোচ জুয়ান ফেরান্দো বার বারই বলছেন ক্লান্তির কথা। কারণ একসঙ্গে তিনটি টুর্নামেন্ট খেলতে হচ্ছে সবুজ মেরুনকে। কলকাতা লিগ, ডুরান্ড কাপের সঙ্গে এএফসি কাপ। বুধবার এএফসি কাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচ রয়েছে বাগানের। কিয়ান-সুহেলরা রিজার্ভ বেঞ্চে থাকবেন। প্রয়োজনে তাদের নামাতে পারেন কোচ ফেরান্দো।