দেশের জন্য বড় সিদ্ধান্ত আফগান ক্রিকেটারদের।

Written by SNS October 16, 2023 10:42 am

আফগানিস্তান:- আফগানিস্তান ক্রিকেটের অন্যতম জনপ্রিয় প্লেয়ার রশিদ খান। শুধু মাঠের মধ্যেই নয়, মাঠের বাইরেও দৃষ্টান্ত স্থাপন করেন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। এবার তাঁর দেখানো পথেই হাঁটলেন দলের অন্য ক্রিকেটাররা। কঠিন সময়ে দেশবাসীর পাশে দাঁড়ালেন আফগান ক্রিকেট দলের সদস্যরা। সূত্রের খবর, রশিদ খানের পর এবার দলের অন্যান্য ক্রিকেটাররাও বিশ্বকাপে তাঁদের ম্যাচ ফি-র অর্থ ভূমিকম্প বিধ্বস্ত মানুষের সেবাকার্যে দান করার সিদ্ধান্ত নিলেন। মাঠে পারফরম্যান্স ভালো না হলেও মহৎ গুণের নিরিখে মন জিতে নিলেন আফগান ক্রিকেটাররা। গত সপ্তাহে দেশে ঘটে গিয়েছে ভয়াবহ ভূমিকম্প। সূত্রের খবর, আফগানিস্তানের পশ্চিম প্রান্তে যে ভূমিকম্প হয়েছে, তাতে কমপক্ষে ২০০০ মানুষ প্রাণ হারিয়েছেন এবং ৯ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, গৃহহীন হয়েছেন অসংখ্য মানুষ। জানা গিয়েছে, আফগান ক্রিকেট দলের কোচ জনাথন ট্রট জানিয়েছেন, দেশের ভয়াবহ এই বিপর্যয়ের পরই টিম মিটিং করা হয়। সেখানে আলোচনা করা হয়  কীভাবে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো যাবে? দেশের কঠিন সময়ে উদার মনোভাব দেখিয়েছেন। আফগানিস্তানের টি-টোয়েন্টির অধিনায়ক রশিদ খান বিশ্বকাপ থেকে তার সমস্ত ম্যাচ ফি ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দান করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তার ফাউন্ডেশন একটি জরুরি আবেদনে ৩০,০০০ পাউন্ডেরও বেশি সংগ্রহ করেছে।
সূত্রের খবর, জানা গিয়েছে, কয়েকদিন আগেই রশিদ খান জানিয়েছেন, ২০২৩ বিশ্বকাপ থেকে তিনি যা পুরস্কার মূল্য পাবেন, সেটা দেশের ভূমিকম্প পীড়িত মানুষদের সাহায্যে দান করে দেবেন। এবার দলের বাকি ক্রিকেটাররাও একই সিদ্ধান্ত নিলেন। বিশ্বকাপ থেকে প্রাপ্ত ম্যাচ ফি-র পুরোটাই দেশের ত্রাণ কার্যে সাহায্য করা হবে। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে রশিদ খান লিখেছেন, আফগানিস্তানের পশ্চিম প্রদেশে যে ভূমিকম্প হয়েছে, সেই হৃদয়বিদারক। এই বিশ্বকাপ টুর্নামেন্টের যাবতীয় ম্যাচ ফি তিনি ভূমিকম্প দূর্গতদের তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।