সহকর্মীকে ধর্ষণ ও নিরাপত্তারক্ষীকে গাড়ি চাপা দিয়ে পলাতক  অভিযুক্ত

Written by SNS November 10, 2022 2:48 pm

নয়ডা,১০ নভেম্বর — উত্তরপ্রদেশে যোগীর সরকার সেখানে যোগীর কথাই  শেষ কথা।অপরাধমূলক কাজ করলে তার শাস্তি চরম।আর সেই রাজ্যেই দিনের পর দিন বেড়ে চলেছে ধর্ষণের মতো জঘন্য অপরাধ ।এবার যোগীর রাজ্যে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ  উঠেছিল এক যুবকের বিরুদ্ধে।এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উত্তরপ্রদেশের নয়ডায়।অভিযুক্তের নাম  নীরজ সিং।সে নয়ডার সেক্টর ১২০র আম্রপালি জোডিয়াক সোসাইটির বাসিন্দা বলে জানা গেছে।একটি বেসরকারি সংস্থায় জেনারেল ম্যানেজার পদে কর্মরত। সেই সংস্থার এক মহিলা কর্মী নীরজের বিরুদ্ধে তাঁকে ধর্ষণ করার অভিযোগ আনে। কিন্তু থানায় মামলা দায়ের হওয়ার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত। বৃহস্পতিবার পুলিশ হঠাৎ খবর পায়, জোডিয়াক সোসাইটির একটি আবাসনে দেখা গেছে নীরজকে। তারপরেই তাকে গ্রেফতার করার জন্য সেখানে গিয়ে হাজির হয় পুলিশ।

পুলিশের হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে পালানোর  চেষ্টা করে অভিযুক্ত।আর পালাতে গিয়ে আবাসনের নিরাপত্তারক্ষীর উপর দিয়ে সটান গাড়ি চালিয়ে দেয়  সে! সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই হাড়হিম করা দৃশ্য।সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আন্ডারগ্রাউন্ড পার্কিং লট থেকে তীব্রগতিতে গাড়ি ছুটিয়ে বেরিয়ে আসছে নীরজ।আবাসনের গেটের সামনে দাঁড়িয়ে টাকা নিরাপত্তাকর্মীর উপর দিয়েই গাড়ি চালিয়ে দেয় সে।ঘটনার জেরে পায়ে ও কাঁধে গুরুতর চোট পেয়েছেন অশোকবাবু। তাঁর অভিযোগের ভিত্তিতে নীরজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯, ৪২৭ এবং ৩৩৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। কিন্তু এখনও তার খোঁজ পায়নি পুলিশ।