মুম্বইতে, ১৯ সেপ্টেম্বর– ৬ বছরের শিশুকন্যাকে সঙ্গে করেই বহুতল আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিলেন এক তরুণী ! ঘটনাস্থলেই মৃত্যু হল দু’জনের।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বইতে, শনিবার দুপুরে। মৃতা তরুণী ও তাঁর শিশুকন্যা মীরা রোডের একটি ছয়তলা আবাসনে থাকতেন বলে জানা গেছে।
Advertisement
জোরে আওয়াজ শুনে সেখানে ছুটে যান আবাসনের নিরাপত্তারক্ষী। তখনই দেখা যায়, আবাসনের নিচেই পড়ে রয়েছে শিশু সহ মায়ের রক্তাক্ত মৃতদেহ।
Advertisement
তরুণী স্বামীর সুরেশ ওই আবাসনের কাছেই একটি মুদির দোকানে কাজ করেন। তাঁকে খবর দেওয়া হয়। তিনি এসে দুজনকে নিয়ে ভক্তিবেদান্ত হাসপাতালে যান। কিন্তু সেখানকার চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে সন্তানকে সঙ্গে নিয়ে তরুণী আত্মহত্যা করলেন তা এখনও স্পষ্ট নয়। পিছনে অন্য কোন রহস্য রয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement



