গত শনিবার, ২৯ জুলাই শ্বাসনালীতে সংক্রমণ ও টাইপ টু রেসপিরেটরি ফেলিওর-এর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভর্তির কয়েকঘন্টার মধ্যেই তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হয়। গঠন করা হয় মেডিকেল বোর্ড। বিশেষ চিকিৎসকদের প্রচেষ্টায় গত আটদিনে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। বুদ্ধদেবের শারীরিক সমস্ত রিপোর্টও সন্তোষজনক। কবে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে তা নিয়ে সোমবার ফের মেডিকেল বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে ।