সালটা ১৯৮৯। তার পর থেকে বন্ধ কাশ্মীরের সব সিনেমা হল। কাশ্মীরের মানুষদের আফশোস ছিল, সেটাই পূরণ করল আইনক্স। আগামী মাসের প্রথম থেকেই সাধারণ মানুষ মাল্টিপ্লেক্সে গিয়ে ছবি দেখতে পারবেন। ৩০ সেপ্টেম্বর, শুক্রবার মাল্টিপ্লেক্সে গিয়ে ছবি দেখবেন কাশ্মীরবাসী। মাল্টিপ্লেক্সে রয়েছে তিনটি মুভি থিয়েটার , মোট ৫২০টি আসন। অর্থাৎ একসঙ্গে ৫২০ জন সিনেমা দেখতে পারবেন। শুধু তাই নয়, বন্ধ পড়ে থাকা আরও বেশ কয়েকটি হলও খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার।
এবার আসা যাক নতুন তৈরি হওয়া মাল্টিপ্লেক্সের কথায়। শ্রীনগরের বাদামি বাঘ এলাকায় এই মাল্টিপ্লেক্স তৈরি করেছে আইনক্স। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা উদ্বোধন করেন এটির।
Advertisement
Advertisement
Advertisement



