নামিবিয়া থেকে উড়িয়ে আনা হলো ৮টি চিতা বাঘ 

Written by SNS September 17, 2022 3:52 pm

গোয়ালিয়র,১৭ সেপ্টেম্বর —  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘদিন যাবৎ পরিকল্পনায় ছিল এদেশে চিতা বাঘ আনার।প্রায় ৭০ বছর পরে এ দেশে আফ্রিকার চিতা এল।নামিবিয়া থেকে উড়িয়ে আনা ৮টি চিতা জঙ্গলে ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আজ শনিবার সকালেই মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিমানবন্দরে ল্যান্ড করেছে বিশেষ বিমান। তাতেই আনা হয়েছে ৮টি আফ্রিকান চিতাকে। বিমানবন্দর থেকে বায়ুসেনার হেলিকপ্টারে করে চিতাগুলোকে নিয়ে আসা হয়েছে কুনো জাতীয় উদ্যানে। এখানেই খাঁচা খুলে চিতাগুলোকে ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮টি চিতা কুনো  জাতীয় উদ্যানেই স্থায়ীভাবে বসবাস করবে।আরও ৫০টি চিতা আনার পরিকল্পনা রয়েছে মোদী সরকারের। সূত্রের খবর, ‘প্রজেক্ট চিতা’ প্রকল্পে আগামী পাঁচ বছর ধরে চিতাগুলোকে নিয়ে আসা হবে ভারতে।