• facebook
  • twitter
Friday, 5 December, 2025

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন জিম্বাবোয়ে, নামিবিয়ার

শুক্রবার আফ্রিকান বাছাইপর্বে কেনিয়াকে হারিয়ে ফের একবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার আদায় করল জিম্বাবোয়ে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল জিম্বাবোয়ে। দীর্ঘ চারবছর পর ক্রিকেটের এই সংক্ষিপ্ততম ফরম্যাটে ফের একবার অংশগ্রহণ করতে চলেছে তারা। গতবছর উগান্ডার কাছে হেরে যাওয়ায় অ্যান্ডি ফ্লাওয়ার, হিথ স্ট্রিকদের দেশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়। এদিন, আফ্রিকান বাছাইপর্বে কেনিয়াকে হারিয়ে ফের একবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার আদায় করল জিম্বাবোয়ে।

এছাড়াও, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা -অর্জন করেছে নামিবিয়াও। শুত্রুবার তারা তানজানিয়াকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে। এ নিয়ে টানা চতুর্থবার টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করলো নামিবিয়া। পাশাপাশি, কানাডা আমেরিকায় অনুষ্ঠিত যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ জিতে মূলপর্বে খেলার ছাড়পত্র আদায় করেছে। একইসঙ্গে, বিশ্বকাপের মূলপর্বে পৌঁছেছে ইতালি এবং নেদারল্যান্ডস।

Advertisement

Advertisement

Advertisement