• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

পাকিস্তানে ঘুমন্ত ৬ শ্রমিককে গুলি করে হত্যা

ইসলামাবাদ, ১৪ অক্টোবর– পাকিস্তানের বেলুচিস্তানের কেচ জেলার তুরবাতে শনিবার ভোররাতে গুলি করে খুন করা হল ছয়জন ঘুমন্ত শ্রমিককে৷ অজ্ঞাত বন্দুকধারীরা এই ঘটনাটি ঘটিয়েছে বলে পাকিস্তান পুলিশ সূত্রে খবর৷ জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইমাম বক্স ডন ডটকমকে বলেন, একদল সশস্ত্র লোক তুরবতের স্যাটেলাইট টাউন এলাকায় একটি বাসভবনে প্রবেশ করে নির্বিচারে শ্রমিকদের গুলি চালিয়েছে৷ নিহতরা স্থানীয় ঠিকাদারের বাডি়তে

kill

ইসলামাবাদ, ১৪ অক্টোবর– পাকিস্তানের বেলুচিস্তানের কেচ জেলার তুরবাতে শনিবার ভোররাতে গুলি করে খুন করা হল ছয়জন ঘুমন্ত শ্রমিককে৷ অজ্ঞাত বন্দুকধারীরা এই ঘটনাটি ঘটিয়েছে বলে পাকিস্তান পুলিশ সূত্রে খবর৷
জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইমাম বক্স ডন ডটকমকে বলেন, একদল সশস্ত্র লোক তুরবতের স্যাটেলাইট টাউন এলাকায় একটি বাসভবনে প্রবেশ করে নির্বিচারে শ্রমিকদের গুলি চালিয়েছে৷
নিহতরা স্থানীয় ঠিকাদারের বাডি়তে ছিল এবং সেখানে তারা নির্মাণ কাজ করতো বলে পুলিশ জানিয়েছে৷
অন্তর্বর্তীকালীন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আলি মারদান খান ডোমকি প্রাণহানির জন্য গভীর দুঃখ প্রকাশ  ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, নিরীহ শ্রমিকদের টার্গেট করা নিন্দনীয়৷ তিনি তদন্তকারীদের সমস্ত দৃষ্টিকোণ থেকে ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে এবং দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য সমস্ত উপলব্ধ সংস্থান ব্যবহার করার ওপর জোর দিয়েছেন৷
উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে তুরবতে এমন আরেকটি ঘটনা ঘটেছিল৷ তখন বন্দুকধারীর গুলিতে ২০ শ্রমিক নিহত এবং তিনজন আহত হয়৷