হাওড়া,১৯ মার্চ — ফের লক্ষ্য লক্ষ্য টাকা উদ্ধার হাওড়া স্টেশন থেকে । শনিবার সন্দেহভাজন দুই ব্যক্তির কাছ থেকে নগদ টাকা উদ্ধার করা হয়। আরপিএফের ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন স্কোয়াডের আধিকারিকরা তল্লাশি চালান। সেই সময়ই ৯ নম্বর প্ল্যাটফর্ম থেকে এক ব্যক্তিকে পাকড়াও করা হয়। ওই ব্যক্তির ব্যাগ থেকে নগদ ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। বিধানচন্দ্র কুমার নামে ৪৫ বছরের ওই ব্যক্তি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা। ওই দিনই অভিযানে আরও এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া যায় আরও ১২ লক্ষ ৮০ হাজার টাকা। তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
রবিবার পূর্ব রেল সূত্রে এই খবর জানা গিয়েছে। এর আগেও বেশ কয়েক বার অন্যতম ব্যস্ত হাওড়া স্টেশন থেকে টাকা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এসেছিল।
Advertisement
Advertisement
Advertisement



