• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু ২ সেনা আধিকারিকের, গুরুতর জখম ৪ 

রাজৌরি , ৫ মে – কাশ্মীরে ফের জঙ্গি হামলায়  মৃত্যু হল দুই সেনা আধিকারিকের।   শুক্রবার রাজৌরি সেক্টরে জঙ্গি হামলার ঘটনা ঘটে।  মৃগুরুতর আহত অবস্থায় ৪ জন সেনা আধিকারিক হাসপাতালে চিকিৎসাধীন। সেনা সূত্রে খবর, শুক্রবার সকালে রাজৌরি সেক্টরের কান্দি জঙ্গলে সন্ত্রাসদমন অভিযান চালানো হচ্ছিল। আশপাশের এলাকায় চলছিল তল্লাশি। তখনই সেনা জওয়ানদের লক্ষ্য করে বোমা চোরা হয়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই

রাজৌরি , ৫ মে – কাশ্মীরে ফের জঙ্গি হামলায়  মৃত্যু হল দুই সেনা আধিকারিকের।   শুক্রবার রাজৌরি সেক্টরে জঙ্গি হামলার ঘটনা ঘটে।  মৃগুরুতর আহত অবস্থায় ৪ জন সেনা আধিকারিক হাসপাতালে চিকিৎসাধীন। সেনা সূত্রে খবর, শুক্রবার সকালে রাজৌরি সেক্টরের কান্দি জঙ্গলে সন্ত্রাসদমন অভিযান চালানো হচ্ছিল। আশপাশের এলাকায় চলছিল তল্লাশি। তখনই সেনা জওয়ানদের লক্ষ্য করে বোমা চোরা হয়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের মৃত্যু হয়।  

সেনার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিশেষ সূত্রে খবর পেয়ে ওই জঙ্গলের মধ্যে অভিযান চালানো হচ্ছিল।  সেই অভিযানের সময় আচমকাই সেনাদের দিকে ছুটে আসে গুলি। বোমাও ছোড়া হয়। কিছু বুঝে ওঠার আগেই জঙ্গি হামলায় দুই সেনার মৃত্যু হয়। আরও ৪ জওয়ানকে আহত অবস্থায় কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর ।
জঙ্গিদের কয়েকটি গোষ্ঠী ছোট ছোট দলে ভাগ হয়ে ওই জঙ্গলে আশ্রয় নিয়েছে। তার পরই পাথুরে ওই বনাঞ্চলে অভিযান শুরু করে সেনা। সকাল সাড়ে সাতটা নাগাদ জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধ শুরু হয় সেনার। হঠাৎই সেনার উদ্দেশে বোমা ছুড়ে দিয়ে জঙ্গলের ভিতর পালিয়ে যায় জঙ্গিরা। আহত সেনা আধিকারিকরা উধমপুরের কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন। সেনার তরফে এ-ও জানানো হয়েছে, নতুন করে ওই এলাকায় অভিযান চালাবে তারা।

সেনা সূত্রে খবর, কান্দি এলাকার কেশরী পার্বত্য এলাকায় ভারতীয় সেনা অভিযান চালায়। সেনা তাদের বিবৃতিতে জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়েই জঙ্গলের মধ্যে জঙ্গিদমনের অপারেশন করা হয়। ওই জঙ্গলের মধ্যে কয়েকটি জঙ্গিগোষ্ঠী গোপনে আশ্রয় নিয়েছিল। 

Advertisement

গত তিনদিন ধরে উপত্যকা এলাকায় জঙ্গি দমনের অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যে সন্ত্রাসবাদীরা আরও বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। তাই জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। গোপন খবর পেয়ে তাই দফায় দফায় কাশ্মীরে জঙ্গি দমনের অভিযান করছে ভারতীয় সেনারা।

Advertisement

Advertisement