• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভেঙে পড়ল চেতক হেলিকপ্টার, মৃত এক

তিরুবন্তপুরম, ৪ নভেম্বর-– প্রশিক্ষণ মহড়া চলাকালীন অবতরণের সময় ভেঙে পড়ল ভারতীয় নৌসেনার একটি হেলিকপ্টার৷ এই ঘটনায় এক নৌসেনার মৃতু্য হয়েছে বলে জানা গিয়েছে৷ কেরলের কোচিতে আইএনএস গরুড় নৌঘাঁটিতে শনিবার এই দুর্ঘটনাটি ঘটেছে৷ নৌসেনা সূত্রে খবর, চেতক হেলিকপ্টার নিয়ে মহড়া প্রশিক্ষণ চলছিল৷ সেটি অবতরণের সময় ভেঙে পডে়৷ হেলিকপ্টারটিতে পাইলট-সহ দু’জন ছিলেন৷ বিবৃতি জারি করে এক জনের

তিরুবন্তপুরম, ৪ নভেম্বর-– প্রশিক্ষণ মহড়া চলাকালীন অবতরণের সময় ভেঙে পড়ল ভারতীয় নৌসেনার একটি হেলিকপ্টার৷ এই ঘটনায় এক নৌসেনার মৃতু্য হয়েছে বলে জানা গিয়েছে৷ কেরলের কোচিতে আইএনএস গরুড় নৌঘাঁটিতে শনিবার এই দুর্ঘটনাটি ঘটেছে৷ নৌসেনা সূত্রে খবর, চেতক হেলিকপ্টার নিয়ে মহড়া প্রশিক্ষণ চলছিল৷ সেটি অবতরণের সময় ভেঙে পডে়৷ হেলিকপ্টারটিতে পাইলট-সহ দু’জন ছিলেন৷ বিবৃতি জারি করে এক জনের মৃতু্য খবর জানিয়েছে নৌসেনা৷ গোখরোর বিষ দিয়ে নেশা, জি২০ সম্মেলনে ‘টব চুরি’! বার বার বিতর্কে জডি়য়েছেন বিগ বস জয়ী এলভিশ যান্ত্রিক গোলযোগ না কি নেপথ্যে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে৷

Advertisement

Advertisement