মুম্বই, ১৬ মার্চ– ফৌজদারি মামলা ধামাচাপা দিতে চেয়ে একেবারে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর ঘরে ঘুষ ঢোকাতে চেয়ে পুলিশের জালে এক পোশাকশিল্পী। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীসের স্ত্রী অমৃতাকে ১ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে এক পোশাকশিল্পী এবং তাঁর বাবার নামে ‘অপরাধমূলক ষড়যন্ত্রের’ মামলা রুজু করল মুম্বই পুলিশ। জানা গিয়েছে, অনীক্ষা নামে ওই পোশাকশিল্পী একটি পুরনো ফৌজদারি মামলা ধামাচাপ দেওয়ার জন্য অমৃতাকে ওই ঘুষের প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ।
মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা (শিন্ডে)-বিজেপির জোট সরকারের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্রের হাতেই রয়েছে স্বরাষ্ট্র দফতর। সেই ক্ষমতা কাজে লাগিয়েই অমৃতাকে ওই ফৌজদারি মামলা থেকে তাঁদের নাম বাদ দেওয়ার জন্য অনীক্ষা এবং তাঁর বাবা বার বার ‘অনুরোধ’ জানিয়েছিলেন বলে অভিযোগ। শেষ পর্যন্ত অমৃতা গত ২০ ফেব্রুয়ারি মালাবার হিল থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন।
Advertisement
Advertisement
Advertisement



