বাঙালি ক্রেতাকে বাংলাদেশি বলার অভিযোগ ঘিরে উত্তেজনা জলপাইগুড়িতে। ভাইফোঁটার রাতে জলপাইগুড়ির দিন বাজারে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। অভিযোগ, এক অবাঙালি ব্যবসায়ীর দোকানে জিনিস কিনতে আসা এক বাঙালি যুবককে বাংলাদেশি বলে অপমান করেন। ঘটনার জেরে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত জনসমক্ষে ক্ষমা চাইতে বাধ্য হন ওই ব্যবসায়ী।
জানা গিয়েছে, দিন বাজারের একটি বালিশের দোকানে সপরিবারে কেনাকাটা করতে গিয়েছিলেন আপ্পা দাস নামে এক বাঙালি যুবক। পণ্যের দাম নিয়ে দোকানদারের সঙ্গে তাঁর দর কষাকষি চলছিল। সেই সময়ই ব্যবসায়ী রেগে গিয়ে তাঁকে বাংলাদেশি বলে অপমান করেন। ওই ব্যবসায়ী বলেন, ‘জলপাইগুড়ি ছেড়ে শিলিগুড়ি গিয়ে বাজার করুন।’ এর পরিপ্রেক্ষিতে আপ্পা দাস জানান, তিনি শুধু দাম নিয়ে কথা বলছিলেন। এমন কথা কেন বললেন ওই ব্যবসায়ী, এই প্রশ্ন করতেই দোকানদার তাঁকে হঠাৎ বাংলাদেশি বলে দাগিয়ে দেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। এমন আচরণে অপমানিত বোধ করেন তিনি।
Advertisement
ঘটনার পর তিনি পুরো বিষয়টি বাংলা পক্ষের জলপাইগুড়ি জেলা নেতৃত্বকে জানান। সংগঠনের জেলা সম্পাদক অভিষেক মিত্র মজুমদার বলেন, “আমরা খবর পেয়ে দোকানে যাই। ক্রেতাকে বাংলাদেশি বলা হয়েছে, এটা মানসিক নির্যাতনের মধ্যে পড়ে। আমরা বিষয়টি দিন বাজার ব্যবসায়ী সমিতিকেও জানাই। পরে ব্যবসায়ী সকলের সামনে ক্ষমা চান।” দিন বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও জানানো হয়েছে, এধরনের আচরণ কোনো ভাবেই সমর্থনযোগ্য নয়। উল্লেখ্য, ভিনরাজ্যে বাংলাভাষী শ্রমিকদের প্রতি এমন হেনস্থার অভিযোগ আগেও উঠেছে। কিন্তু এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বাংলার মাটিতেই, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
Advertisement
Advertisement



