হিমাচলের ১০ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউজিসি মানদণ্ডে অযোগ্য

হিমাচলের ১৭ টির মধ্যে ১০ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য’দের ক্ষেত্রেই দেখা গিয়েছে তারা মঞ্জুরি কমিশনের মানদণ্ড অনুযায়ী উপাচার্য হওয়ার অযোগ্য। 

Written by SNS New Delhi | November 11, 2020 11:04 am

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) (Image: ugc.ac.in)

হিমাচল প্রদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যােগ্যতা নিয়েই প্রশ্ন উঠলাে। হিমাচলে মােট ১৭ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। রাজ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের রিপাের্ট অনুযায়ী এই ১৭ টির মধ্যে ১০ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ক্ষেত্রেই দেখা গিয়েছে তারা মঞ্জুরি কমিশনের মানদণ্ড অনুযায়ী উপাচার্য হওয়ার অযোগ্য। 

ভেরিফিকেশন করতে গিয়েই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তা নজরে আসে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ করার জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। হিমাচল প্রদেশ প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশন রেগুলেটরি কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে– অযোগ্য উপাচার্যদের সংশ্লিষ্ট পদে রাখা যাবে না।

হিমাচল প্রদেশ প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশন রেগুলেটরি কমিশনের চেয়ারপারসন অনুল কৌশিক বলেছেন, কয়েক ছাত্রছাত্রী ছাড়াও একাধিক মহল থেকে উপাচার্যদের নিয়ে অভিযোগ আসতে থাকে। তারই ভিত্তিতে রাজ্যের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলির উপাচার্যদের শিক্ষাগত যোগ্যতা ভেরিফিকেশনের কাজ শুরু হয়। 

মানব ভারতী বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি সবক’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মােগ্যতা খতিয়ে দেখা হয়। ভুয়াে ডিগ্রি দেওয়ার অভিযোগ ওঠায় মানব ভারতী বিশ্ববিদ্যালয় আপাতত বন্ধ রয়েছে। 

হিমাচল প্রদেশ প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশন রেগুলেটরি কমিশন সূত্রে খবর– উপাচার্যদের বায়োডাটা সহ নিজেদের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ও নিয়ােগের বিশদ কাগজপত্র জমা দিতে বলা হয়। তিন সদস্যের একটি কমিটি তা খতিয়ে দেখে। ওই কমিটিতে ছিলেন রাজ্য উচ্চশিক্ষা পর্ষদের চেয়ারপারসন, হিমাচল প্রদেশ টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 

কমিটির নজরে আসে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয় ও কলেজে শিক্ষক বা শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে ২০১৮ সালে যে মানদণ্ড বেঁধে দিয়েছে, ১০ জন উপাচার্যের ক্ষেত্রে তা পূরণ হচ্ছে না। দু জনের ক্ষেত্রে দেখা যায়, বয়স বেশি। অন্যদের ক্ষেত্রে দেখা যায়, বিশ্ববিদ্যালয় বা কোনও শিক্ষা ইনস্টিটিউটে অন্তত ১০ বছরের অধ্যাপনা করানোর অভিজ্ঞতা নেই। নিয়ােগের ক্ষেত্রে আরও যেসব নিয়ম রয়েছে, তাও মানা হয়নি। 

এই ১০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে এপিজে শিমলা ইউনিভার্সিটি, আর্নি ইউনিভার্সিটি, বাড্ডি ইউনিভার্সিটি, বাহরা ইউনিভার্সিটি, চিতকারা ইউনিভার্সিটি, ইন্দাস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটারনাল ইউনিভার্সিটি, আইসিএফআই ইউনিভার্সিটি, মহর্ষি মার্কণ্ডেয় ইউনিভার্সিটি ও শুলিনী বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ৬ টি বিশ্ববিদ্যালয়ই সােলান জেলায়।