‘বাংলায় তৃণমূল ১৫টির বেশি আসন পাবে না’

Written by SNS May 4, 2024 12:46 pm

অঙ্কিতা আচার্য, নদিয়া, ৩ এপ্রিল— বাংলায় তৃণমূল ১৫টির বেশি আসন পাবে না বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুক্রবার নদিয়ার তেহট্টের নির্বাচনী সভা থেকে মোদি বলেন, ১৫ টি আসন নিয়ে তৃণমূল কি দেশ চালাবে? কী বলেন আপনারা? তিনি আরও বলেন, আর কংগ্রেস কটা পাবে? ৫০টি আসনও নয়৷ দাবি করেছেন, তৃণমূল এবং ইন্ডিয়া জোটের উপর থেকে মানুষ আস্থা হারিয়েছে৷ প্রধানমন্ত্রীর দাবি, সারা দেশে সাকুল্যে ১৫টিও আসন পাবে না তৃণমূল৷ আর কংগ্রেসকে কটাক্ষ করে বললেন, সারা দেশে হাত শিবির হাফ সেঞ্চুরিও করতে পারবে না! সেই সঙ্গে বাম শিবিরকে মোদির খোঁচা, ‘এখন লাল পতাকাও দেখা যায় না৷ এনডিএ ৪০০ পার করবে কি না, সেটা নিয়েই এখন চর্চা৷’ তাই বিজেপিকে ভোট দিয়ে, আসন দিয়ে, উন্নয়নের পথ প্রশস্ত করার আর্জি জানালেন তিনি৷

এরপরই সন্দেশখালির প্রসঙ্গ টেনে এনেছেন প্রধানমন্ত্রী, বাংলায় মহিলাদের ওপর অত্যাচার হয়, সন্দেশখালি সেই মুখোশ খুলে দিয়েছে৷ গরিবের রেশনকেও ছাডে়নি তৃণমূল৷ সর্বত্র দুর্নীতি৷ প্রশ্ন তুলেছেন, সন্দেশখালিতে এত গুলি বারুদ কোথা থেকে এল, এই বেআইনি অস্ত্র কি বাংলাকে মজবুত করবে? এরপরই মোদির হুঁশিয়ারি, তৃণমূলের যারা দুর্নীতি করেছে, তাঁদের কেউ ছাড় পাবে না৷ আইনি বিচার হবে৷ এটা মোদির গ্যারান্টি৷ কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী তথা রাজ পরিবারের সদস্য অমৃতা রায় ছাড়াও তেহট্টের মঞ্চে উপস্থিত ছিলেন রানাঘাটের প্রার্থী জগন্নাথ সরকার এবং বহরমপুরের প্রার্থী নির্মল সাহা৷ তাঁদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মোদি বলেন, দেশের বিকাশ চাইলে বিজেপি প্রার্থীদের জয়ী করুন৷ প্রায় প্রতিটি সভা থেকে ১০০ দিনের কাজ-সহ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই প্রসঙ্গ টেনে মোদি বলেন, তৃণমূল মানেই দুর্নীতি৷ তাই আমরা সরাসরি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে চায়৷