আজ উচ্চমাধ্যমিকের ফল 

করােনা আবহে পরীক্ষা হয়নি। মাধ্যমিকের মতাে উচ্চমাধ্যমিকেও বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। 

Written by SNS Kolkata | July 22, 2021 10:43 am

প্রতীকী ছবি (Photo: Kuntal Chakrabarty/IANS)

করােনা আবহে পরীক্ষা হয়নি। মাধ্যমিকের মতাে উচ্চমাধ্যমিক’ও বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুর ৩ টায় সেই মূল্যায়নের ফলাফল প্রকাশিত হবে। বিকেল ৪ টা থেকে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন পড়ুয়ারা। 

২৩ জুলাই সকাল ১১ টা থেকে সংশ্লিষ্ট স্কুলগুলিকে মার্কশিটের সঙ্গে অ্যাডমিট কার্ডও দেওয়া হবে। পরীক্ষা না হওয়ার কারণে এবার পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি। 

যে ওয়েবসাইটগুলি থেকে ফল জানা যাবে- www.results.shiksha, wbresults.nic.in, www.exametc.com, www.westbengal.shiksha, www.indiaresults.com, www.jagranjosh.com