• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে  চালু করা হল ল’ কোর্স

'বিশ্ববিদ্যালয়ের আবেদনের ভিত্তিতে চলতি বছরেই পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা বিভাগ এই কোর্সটি স্বনির্ভর অর্থায়নে পরিচালনার অনুমোদন দিয়েছে। দুই বছরের এই কোর্স চারটি সেমিস্টারে বিভক্ত। প্রতিটি শিক্ষার্থীর কোর্স ফি হবে এক লক্ষ কুড়ি হাজার টাকা। কুড়িটি আসনে ভর্তি নিয়ে প্রথম সেমিস্টারের ক্লাস আজ থেকেই শুরু হল।'

কল্যাণী বিশ্ব বিদ্যালয়। ফাইল চিত্র

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রীতে শুরু করা হল ল’ কোর্স। স্নাতকোত্তরে ল’ কোর্সের চাহিদা এখন ক্রমবর্ধমান। সেই কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের সুবিধার্থে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে চালু করা হল ল’ কোর্স।

কল্যাণী বিশ্ববিদ্যালয় অনুমোদিত চারটি কলেজের স্নাতক স্তরে ইতিমধ্যেই ল’ –এর কোর্স চালু আছে। তবে স্নাতকোত্তর বিভাগে ল’ পড়ার কোনও সুযোগ ছিল না। বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ল’ চালু হওয়ার পর উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভুঁইয়া জানান, ‘ প্রতি বছরই আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বহু ছাত্রছাত্রী ল’ কোর্সে স্নাতক হয়। স্নাতকোত্তর স্তরে ল’ কোর্স চালু হওয়ায় তাঁদের দীর্ঘদিনের দাবি পূরণ হল।’

Advertisement

পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস, লিগাল সার্ভিস এবং বিভিন্ন কর্পোরেট আইন সংক্রান্ত চাকরির প্রতিযোগিতায় এই কোর্সের স্নাতকরা অংশগ্রহণ করতে পারবে। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের জীবনব্যাপী শিক্ষা ও সম্প্রসারণ বিভাগ নতুন এই ল’ কোর্সটির দায়িত্বে রয়েছে। বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই স্নাতকোত্তর পর্যায়ে আইনশাস্ত্র পড়ানোর জন্য যথেষ্ট বইপত্র, কম্পিউটার ল্যাবসহ অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলেছে। জীবনব্যাপী শিক্ষা ও সম্প্রসারণ বিভাগের প্রধান অধ্যাপক প্রসেনজিৎ দেব জানালেন, ‘দুই বছরব্যাপী এই কোর্সে রয়েছে চারটি বিশেষ বিষয় – যেমন ক্রিমিনাল ল’, কর্পোরেট ল’, সংবিধান আইন এবং পাবলিক আন্তর্জাতিক আইন।’
এই কোর্সে পাঠদান করবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা অধ্যাপকরা। এখান থেকে স্নাতক হওয়া ছাত্রছাত্রীরা ইউজিসি নেট পরীক্ষায় বসার সুযোগ পাওয়ার পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও এগিয়ে যেতে পারবে। সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগও থাকবে।
মঙ্গলবার প্রথম দিনের ক্লাসের সূচনা করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সুখেন বিশ্বাস। শিক্ষার্থীদের গোলাপ ও কলম দিয়ে স্বাগত জানিয়ে তিনি জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয়ের আবেদনের ভিত্তিতে চলতি বছরেই পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা বিভাগ এই কোর্সটি স্বনির্ভর অর্থায়নে পরিচালনার অনুমোদন দিয়েছে। দুই বছরের এই কোর্স চারটি সেমিস্টারে বিভক্ত। প্রতিটি শিক্ষার্থীর কোর্স ফি হবে এক লক্ষ কুড়ি হাজার টাকা। কুড়িটি আসনে ভর্তি নিয়ে প্রথম সেমিস্টারের ক্লাস আজ থেকেই শুরু হল।’

Advertisement

Advertisement