সিবিএসই বাের্ডের দ্বাদশ শ্রেণির ফল সম্প্রতি প্রকাশ পেয়েছে। এবার লিখিত পরীক্ষাও হয়নি। সে কারণে অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই ফলাফল প্রকাশ হয়েছে। তবে যে সমস্ত পড় য়া এই রেজাল্টে খুশি নন, তাদের জন্য বাের্ড বিকল্প ব্যবস্থা ঘােষণা করেছে।
সােমবার বাের্ডের তরফে জানানাে হয়েছে, প্রকাশিত যাঁরা খুশি নন, তারা চাইলে পরীক্ষায় বসতে পারনে। এবারের রেজাল্টে যে সমস্ত পড়ুয়া কোনও একটি বিষয়ে মনে করছেন তিনি।
Advertisement
প্রয়ােজনীয় নম্বর পাননি, তিনিও চাইলে পরীক্ষা দিতে পারবেন। আগামী বছর আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার আয়ােজন করা হয়। খুব দ্রুত পরীক্ষার সময়সূচি ঘােষণা করা হবে।
Advertisement
Advertisement



