• facebook
  • twitter
Saturday, 14 September, 2024

নিট কাণ্ডে প্রথম গ্রেফতারি সিবিআই-এর, এনটিএ দপ্তরে কংগ্রেস ছাত্র সংগঠনের ‘তাণ্ডব’, কার্যালয়ে তালা

পাটনা, ২৭ জুন– নিটের প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত শুরু করার পর প্রথম গ্রেফতারি সিবিআইয়ের৷ বৃহস্পতিবার পাটনা থেকে তারা দু’জনকে গ্রেফতার করল৷ এটাই কেন্দ্রীয় এজেন্সির তদন্ত শুরু হওয়ার পর প্রথম গ্রেফতারি৷ পাটনা থেকে আশুতোষ এবং মণীশ কুমার নামে দুজনকে গ্রেফতার করেছে সিবিআই৷ গত রবিবারই ৬টি এফআইআর দায়ের করেছিল সিবিআই৷ এদিন সকালেই এই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল

পাটনা, ২৭ জুন– নিটের প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত শুরু করার পর প্রথম গ্রেফতারি সিবিআইয়ের৷ বৃহস্পতিবার পাটনা থেকে তারা দু’জনকে গ্রেফতার করল৷ এটাই কেন্দ্রীয় এজেন্সির তদন্ত শুরু হওয়ার পর প্রথম গ্রেফতারি৷ পাটনা থেকে আশুতোষ এবং মণীশ কুমার নামে দুজনকে গ্রেফতার করেছে সিবিআই৷ গত রবিবারই ৬টি এফআইআর দায়ের করেছিল সিবিআই৷

এদিন সকালেই এই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই৷ বেশ কয়েক ঘণ্টা তাঁদের জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করে তারা৷ সিবিআই সূত্রে খবর, মণীশ নিজের গাডি়তে বেশ কয়েকজন পড়ুয়াকে কোনও এক ফাঁকা স্কুলে নিয়ে নিটের প্রশ্ন দিয়েছিলেন৷ তাঁর সঙ্গে আশুতোষও একই কাজ করতেন৷

এর আগে এই কেলেঙ্কারিতে মোট ২৩ জন গ্রেফতার হয়েছে৷ তবে সেই গ্রেফতারি সিবিআই নয়, করেছিল বিহার, দিল্লি, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র পুলিশ৷ ইতিমধ্যে নিটকাণ্ডে নাম উঠে এসেছে সলভার গ্যাং-এর৷ অন্যদিকে, নিট কাণ্ডের জেরে এনটিএ দফতরে তালা ঝুলিয়ে দিল কংগ্রেস ছাত্র সংগঠন৷ তারআগে কার্যালয়ে চলে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার তাণ্ডব৷

এদিন দিল্লির এনটিএ দপ্তরে পেঁৗছায় কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর অন্তত ১০০ জন সদস্য৷ সেখানে গিয়ে ‘এনটিএ বন্ধ করো’ স্লোগান দিতে শুরু করেন৷ এমনকি দপ্তরের একটি ঘরের সামনের দরজায় বিশাল তালাও লাগিয়ে দেন তাঁরা৷ দপ্তরের সামনে ‘নো মোর কোরাপ্ট এনটিএ’ পোস্টারও লাগিয়ে দেন ছাত্র সংগঠপনের সদস্যরা৷ তার পর এনটিএ ভবনের ভিতরে ঢুকে একের পর এক স্লোগান দিতে থাকেন তাঁরা৷ গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷

উল্লেখ্য, নিট-ইউজি পরীক্ষা হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে৷ এর মাধ্যমে এমবিবিএস, বিডিএস, আয়ুস কোর্সে ভর্তির সুযোগ পায় পড়ুয়ারা৷ পরীক্ষার ফল অনুযায়ী সরকারি এবং বেসরকারি কলেজে সুযোগ মেলে৷ এবার পরীক্ষা ছিল ৫ মে৷ দেশের ৫৭১ শহরের ৪৭৫০টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেন ২৩ লাখ পরীক্ষার্থী৷ যদিও প্রশ্নফাঁস কাণ্ডের জেরে ন্যাশনাল টেস্টিং এজেন্সির কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন ওঠে৷