• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদের ৩২ তম বার্ষিক সাধারণ সভা

অরিন্দম ভট্টাচার্য, কলকাতা: দক্ষিণেশ্বরের হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন-এ অনুষ্ঠিত হল নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদের ৩২ তম বার্ষিক সাধারণ সভা। কলেজের নিজস্ব সভাগৃহ ‘আনন্দলোক’-এ সারাদিন ধরে চলে এই সম্মেলন। যেখানে পশ্চিমবঙ্গের শতাধিক কলেজের অধ্যক্ষরা জাতীয় শিক্ষা নীতি, সহযোগিতা, কলেজগুলির মধ্যে সমন্বয় সাধন, অন্যান্য প্রশাসনিক বিষয় ইত্যাদি নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য,

অরিন্দম ভট্টাচার্য, কলকাতা: দক্ষিণেশ্বরের হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন-এ অনুষ্ঠিত হল নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদের ৩২ তম বার্ষিক সাধারণ সভা। কলেজের নিজস্ব সভাগৃহ ‘আনন্দলোক’-এ সারাদিন ধরে চলে এই সম্মেলন। যেখানে পশ্চিমবঙ্গের শতাধিক কলেজের অধ্যক্ষরা জাতীয় শিক্ষা নীতি, সহযোগিতা, কলেজগুলির মধ্যে সমন্বয় সাধন, অন্যান্য প্রশাসনিক বিষয় ইত্যাদি নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সৌগত রায়, কামারহাটির বিধায়ক তথা কলেজের সভাপতি মদন মিত্র, বিধায়ক অশোক দেব, সংগঠনের সভাপতি ডঃ পূর্ণচন্দ্র মাইতি, ডঃ সোমা ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা।

প্রসঙ্গত দক্ষিণেশ্বরের হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন সম্প্রতি ন্যাকের মূল্যায়ণে ‘এ‌ প্লাস’ মর্যাদা লাভ করেছে। এই ধরণের সম্মেলনের মাধ্যমে কলেজের একাডেমিক পরিবেশে সতেজ বাতাস বয়ে আসবে বলে মনে করেন হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনের অধ্যক্ষা ডঃ সোমা ঘোষ। সেই সঙ্গে তিনি সংগঠনের প্রত্যেক উদ্যোক্তা ও সদস্যদের প্রতি কলেজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Advertisement

Advertisement

Advertisement