কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকেও পাশ ১০০ শতাংশ

মঙ্গলবার মাতকের চুড়ান্ত ফলপ্রকাশ করার পর দেখা গেল প্রায় ১০০ শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছেন। এদিন অনলাইনে প্রায় ১ লক্ষ পরীক্ষার্থীর ফল প্রকাশিত হয়।

Written by SNS Kolkata | September 2, 2021 11:41 am

কলকাতা বিশ্ববিদ্যালয় (Photo: Facebook@UniversityCalcutta)

কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরেও পাশ করলেন ১০০ শতাংশ ছাত্রছাত্রী। মঙ্গলবার মাতকের চুড়ান্ত ফলপ্রকাশ করার পর দেখা গেল প্রায় ১০০ শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছেন। এদিন অনলাইনে প্রায় ১ লক্ষ পরীক্ষার্থীর ফল প্রকাশিত হয়।

বিএ, বিএসসি, বিকম অনার্স, জেনারেল। ও মেজরের ষষ্ঠ সেমেস্টারের ফলপ্রকাশ হয়েছে। যাঁরা ১+১+১ পদ্ধতিতে পরীক্ষা দিয়েছেন তাদেরও চুড়ান্ত পরীক্ষার ফলপ্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রােল নম্বর দিয়ে বিকেল তিনটে CAIC www.wbresults.nic.in এবং www.exametc.com ওয়েবসাইটের মাধ্যমে ফল জানানাে হচ্ছে।

উল্লেখ্য, সমস্ত ছাত্রছাত্রীর পরীক্ষা এবার ডিজিটাল মাধ্যমে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। (ইউজিসি) ও রাজ্যের উচ্চ শিক্ষাদফতরের নির্দেশ ছিল ৩১ আগস্টের মধ্যে স্নাতকের ফল প্রকাশ করতে হবে। সেই মতাে এদিন সমস্ত ফল প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয়।

পাশাপাশি এদিন স্নাতকোত্তরের ৬৮ টি বিভাগের ফল প্রকাশ সম্পূর্ণ হয়েছে। উপাচার্য সােনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ওয়েবসাইটে কোনও সমস্যা হচ্ছে কিনা তা নিজে দিনভর দেখভাল করছেন।

উপাচার্য জানিয়েছেন, “কোভিড কালে সিবিসিএস পদ্ধতিতে এই প্রথম চূড়ান্ত ফল প্রকাশিত হল। পুরাে প্রক্রিয়া আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল। তা আমরা সফলভাবে সম্পন্ন করতে সমর্থ হয়েছি। বুধবার থেকে কলেজগুলিকে মার্কশিট দেওয়া হবে।