• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

লিলুয়ার গণেশ পুজোয় বচসার জেরে যুবককে হত্যা

বুধবার রাত বারোটা নাগাদ ঘটনাটি ঘটে লিলুয়ার পটুয়াপাড়া এলাকায়। ইতিমধ্যেই মূল অভিযুক্ত অমিত রায়চৌধুরীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

গণেশ পুজোয় বচসার জেরে এক যুবককে গলা কেটে খুন করা হল। মৃতের নাম সৌভিক দত্ত (২৬)। বুধবার রাত বারোটা নাগাদ ঘটনাটি ঘটে লিলুয়ার পটুয়াপাড়া এলাকায়। ইতিমধ্যেই মূল অভিযুক্ত অমিত রায়চৌধুরীকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে রক্তমাখা ছুরি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লিলুয়ার পটুয়াপাড়ায় শিশু ও তরুণ সমাজ ক্লাবের উদ্যোগে গণেশ পুজোর আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ সেখানে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। সেই ঝামেলা থামাতে এগিয়ে যান সৌভিক। এরপর তিনিও ঝামেলায় জড়িয়ে পড়েন। সেই সময় আচমকা পকেট থেকে ছুড়ি বের করে সৌভিককে আক্রমণ করেন মূল অভিযুক্ত অমিত।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের দাবি, ছুরি দিয়ে সৌভিককে একাধিক বার কোপ মারা হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় সৌভিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, সৌভিক দত্তের গলায় ছুড়ি চালিয়ে দেওয়া হয়। কেটে দেওয়া হয় গলার নলি।

Advertisement

এদিকে এই ঘটনার খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্ত অমিত রায়চৌধুরীকে গ্রেপ্তার করে তারা। উদ্ধার করা হয়েছে রক্তাক্ত ছুরিটিও। ঘটনায় একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে বচসা, কেন এই খুন, তা পুলিশ খতিয়ে দেখছে। আগে থেকেই সৌভিক এবং অমিত একে অপরের পরিচিত ছিলেন কি না, তাঁদের মধ্যে কোনও শত্রুতা ছিল কি না, তাও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

Advertisement