নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় টাকা তুলে অবশেষে পুলিশের হাতেই গ্রেপ্তার এক যুবক। পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকার ওই ঘটনায় পুলিশ মহলেও রীতিমত শোরগোল পড়ে গেছে। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম মধুজিৎ গুপ্ত। তাঁর বাড়ি মেমারির শালি গ্রামে। যুবককে গ্রেপ্তার করার পাশাপাশি তাঁর কাছ থেকে টাকাও উদ্ধার করা হয়েছে।
অভিযোগ, বেশ কিছুদিন ধরেই পুলিশ সেজে মধুজিৎ গুপ্ত বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকজনের কাছে ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। ইদানিং তিনি নিজেকে থানার মেজবাবু বলে পরিচয় দিচ্ছিলেন। ওই পরিচয়ে মেমারির হাটতলা এলাকায় একটি ছাগল ও ভেড়া বোঝাই গাড়ির চালকের কাছে জোর করে পাঁচ হাজার টাকা আদায় করেন। মাঝপথে গাড়ি আটকে টাকা দাবি করা হয়। টাকা না দিলে গাড়ি থানায় নিয়ে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। শেষমেষ চালক টাকা দিয়ে দেন।
Advertisement
গাড়িতে যে সমস্ত ছাগল এবং ভেড়া ছিল সেগুলি মেমারির বাসিন্দা সাইজাদ আলীর মাংসের দোকানে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির চালক অবশ্য পরে জানতে পারেন, ওই ব্যাক্তি থানার পুলিশ অফিসার নন। তড়িঘড়ি তিনি মাংসের দোকানের মালিককে ফোন করে যাবতীয় ঘটনার কথা জানান। এরপর মাংসের দোকানের মালিক মেমারি থানায় অভিযোগ জানানোর পর ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করে। ধৃত ওই যুবক অভিযোগ স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করেছে। তাঁর কাছে টাকাও উদ্ধার করা হয়েছে।
Advertisement
Advertisement



