গৃহবধূকে ধর্ষণের পর খুনের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে। অভিযোগের তির প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে তোলা হয়। নির্যাতিতার স্বামীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতা হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলায় বয়স ৩৫। গৃহবধূর স্বামীর অভিযোগ, বৃহস্পতিবার রাতে তাঁর স্ত্রীকে বাড়ি থেকে তুলে গিয়ে ফাঁকা মাঠে ধর্ষণ করে। নির্যাতনের পর মহিলাকে খুনের চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এখানেই শেষ নয়, গামছা দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলেও অভিযোগ।
Advertisement
যদিও প্রাণে বেঁচে গিয়েছেন নির্যাতিতা। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, তাঁর মাথা ও পায়ে গুরুতর আঘাত রয়েছে। তদন্তকারীদের অনুমান, নির্যাতিতা মহিলার সঙ্গে অভিযুক্ত যুবকের গোপন সম্পর্ক ছিল। সমস্ত দিকই খতিয়ে দেখছে পুলিশ।
Advertisement
Advertisement



