• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মুর্শিদাবাদে বাড়িতেই অস্ত্র কারখানা, গ্রেপ্তার এক

তাঁকে জেরা করে অস্ত্র ও জাল নোট পাচারচক্রের সঙ্গে তার যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে।

বাড়িতেই অস্ত্র কারখানা চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য। মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ৪০ হাজার টাকার জাল নোট। পুলিশ জানিয়েছে, অস্ত্র ও জাল নোটের উৎস কী, সেগুলি কোথায় পাচার করা হত, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ধৃতের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ বুধবার রাতে ডোমকল থানার গড়াইমারী এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। উদ্ধার হয়েছে একটি রাইফেল, পাইপগান, চারটি অর্ধসমাপ্ত পাইপগান, একটি বন্দুক, ১২ রাউন্ড গুলি, একটি কার্তুজ সহ অস্ত্র তৈরির একাধিক যন্ত্রপাতি। ওই বাড়ি থেকে ৪০ হাজার টাকার জাল ভারতীয় নোটও উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দু’টি হাইড্রোলিক পাইপ, পাঁচটি নর্মাল পাইপ, একটি ড্রিল মেশিন, একটি কাটিং মেশিন, একটি এয়ার ব্লোয়ার, দুটি ডাইস, একটি বড় মেটাল শিটের মতো যন্ত্রপাতি উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র তৈরির কাজ চলছিল। পুলিশ জানিয়েছে, সিরাজ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জেরা করে অস্ত্র ও জাল নোট পাচারচক্রের সঙ্গে তাঁর যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়।

Advertisement

Advertisement