সকাল ৬ টা থেকে সন্ধ্যে ৬ টা। রবিবার ১২ ঘণ্টা বন্ধ থাকতে চলেছে হাওড়া পুরসভা এলাকার ১৪টি ওয়ার্ডে পানীয় জল সরবরাহ।
কোন কোন ওয়ার্ডে জল সরবারহ বন্ধ থাকবে?
Advertisement
১ থেকে ৭ এবং ১০ থেকে ১৬ নম্বর। ১৪ টি ওয়ার্ডে আজ ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে জলসরবরাহ। ১৪টি ওয়ার্ডই সালকিয়া নস্করপাড়া এলাকায়।
Advertisement
কেন ১৪ টি ওয়ার্ডে বন্ধ থাকছে জল সরবারহ?
পুরসভা সূত্রে খবর, জলের প্রধান পাইপ লাইনের সংযোগস্থলে ফাটল ধরা পড়েছে, যা অবিলম্বে সংস্কার করা প্রয়োজন। তাড়াতাড়ি ফাটল ধরা পাইপ লাইন সংস্কার না করলে পানীয় জল সরবরাহে দেখা দিতে পারে বড় ধরনের সমস্যা। সেই কারণেই সংশ্লিষ্ট এলাকার জল সরবারহ আজ ১২ ঘণ্টার জন্য বন্ধ রেখে চলবে পাইপ লাইন মেরামতের কাজ।
আজ সকাল ৬টা থেকে বিকেল ৬টা অবধি জল সরবরাহ হবে না এলাকা জুড়ে তা শনিবারই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল পুরসভার পক্ষ থেকে। রবিবার সন্ধ্যে ৬টার পর আবার আগের মতো জল সরবরাহ করা হবে বলে জানিয়ে দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।
শনিবার যান্ত্রিক ত্রুটির কারণে নস্করপাড়া এলাকার ১ থেকে ৭ এবং ১০ থেকে ১৬ নম্বর ওয়ার্ডে সকাল থেকে সন্ধে পর্যন্ত পানীয় জল সরবারহ বন্ধ ছিল। খবর পেয়ে পুরসভার কর্তারা গতকালই উপস্থিত হন নস্করপাড়ায়। সেই ত্রুটি খতিয়ে দেখতে গিয়ে, জলের প্রধান পাইপ লাইনের সংযোগস্থলে ফাটল ধরা পড়ে। তার জেরে তড়িঘড়ি গতকালই বিজ্ঞপ্তি জারি করে আজ পাইপ লাইন সংস্কারের কাজ চলছে।
Advertisement



