• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাঁকুড়ার আঁচুড়িতে জলের সমস্যায় হাহাকার

বিগত বেশ কয়েকদিনে প্রবল গরমে নাজেহাল মানুষ। তারই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জলের সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য কড়া নির্দেশ দিয়েছে নবান্ন।

বিগত বেশ কয়েকদিনে প্রবল গরমে নাজেহাল মানুষ। তারই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জলের সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য কড়া নির্দেশ দিয়েছে নবান্ন। জানা গিয়েছে, পশ্চিমের জেলাগুলির গ্রামে বাড়িগুলিতে নল পৌঁছালেও জল এসে পৌঁছায় না। জলের ট্যাঙ্ক থেকেও প্রয়োজনীয় জলের যোগান পাওয়া সম্ভব হয় না। তাই শালবনির পর এবার বাঁকুড়ার আঁচুড়ি গ্রামের বাসিন্দারা পর্যাপ্ত জলের দাবিতে পথে নেমে বিক্ষোভ শুরু করেন। বাঁকুড়ার ছাতনায় রাস্তা অবরোধ করে তাঁরা ক্ষোভ প্রকাশ করেছে। এই গ্রামে প্রায় কয়েকশো পরিবার থাকে।

বেশ কয়েক বছর আগে পানীয় জল সরবরাহের জন্য পাইপ লাইন বসানো হয়েছিল। প্রত্যেক বাড়িতে পাইপ লাইনের সংযোগও রয়েছে। কিন্তু লাইন দিয়ে নিয়মিত জল আসে না। একটি পরিবার হয়তো সারাদিনে এক বালতি থেকে দু বালতি জল পায়। কিন্তু তা দিয়ে কি গৃহস্থের প্রয়োজন মেটানো সম্ভব? তীব্র গরমে স্থানীয়দের পানীয় জলের জন্য পর্যন্ত হাহাকার করতে হচ্ছে। স্থানীয়দের দাবি, গ্রামে নলকূপ থাকলেও সেই জল পানের যোগ্য নয়। তাই স্থানীয় মহিলারা এদিন সকাল থেকে হাঁড়ি-কলসি-বালতি নিয়ে আঁচুড়ি মোড়ে রাস্তা অবরোধ করেছিল। এর জেরে রাস্তায় যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এই সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে।

Advertisement

Advertisement

Advertisement