সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক ভিলেজ পুলিশের। মৃতের নাম অভিজিৎ ঘোষ (৩৬)। শনিবার সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বহরমপুরের নবগ্রামে।
স্থানীয় সূত্রে খবর, নবগ্রামের বাসিন্দা অভিজিৎ এ দিন সকালে সিভিক ভলান্টিয়ারদের সঙ্গে পলসন্ডা মোড়ের ট্রাফিক সামলানোর দায়িত্বে ছিলেন। সেই সময় দ্রুত গতিতে আসা ট্রাক তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সূত্রের খবর, সেই সময় ট্রাক চালাচ্ছিল খালাসি। পাশেই বসেছিল চালক। চালক থানা সত্বেও কী কারণে সহকারি দিয়ে ট্রাক চালানো হল তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ধাতক ট্রাকের চালক এবং সহকারী চালককে।