পূর্ব বর্ধমানের জোতশ্রীরাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহিদ স্মরণে সভা হল। ২০০৮ সালে জোতশ্রীরাম অঞ্চলের শিয়ালী গ্রামে সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের হাতে নিহত হন তৃণমূল কর্মী উত্তম ভুল। সেই সময় এই ঘটনা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল জেলা তথা জামালপুরে। মুখ্যমন্ত্রী ও তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন জামালপুরে ওই ঘটনার প্রতিবাদে। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, তবে দল ভোলেনি শহিদকে।
এই বিষয়টি মাথায় রেখে বৃহস্পতিবার জোতশ্রীরাম অঞ্চলের শিয়ালীতে উত্তম ভুলের শহিদ স্মরণে সভা করা হল। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল, অঞ্চল সভাপতি তপন কুমার দে, প্রধান আরিফা মণ্ডল। ছিলেন উত্তম ভুলের স্ত্রী ও দুই ছেলে। এই স্মরণ সভায় বিভিন্ন অঞ্চলের কর্মী-সমর্থকরা উপস্থিত থেকে শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
Advertisement
Advertisement
Advertisement



