রবিবার বসন্ত পঞ্চমীর দিন বাগদেবীর আরাধনা মেতে উঠেছে। সারা পুরুলিয়া জেলা যদিও পঞ্জিকা মতে দুদিন ধরে চলবে বীণাপাণির পুজো অনেকে রবিবার মা সরস্বতীর পুজো করছেন। আবার অনেকে সোমবার মেতে উঠবে সরস্বতীর পূজা অর্চনায়। লাল মাটির জেলা পুরুলিয়াতেও রঘুনাথপুর নিতুরিয়া সাঁতুড়ি ঝালদা সহ বেশ কয়েকটি জায়গায় রবিবার সরস্বতী পুজো হয়। স্কুল কলেজ বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বেশিরভাগ জায়গায় হবে সোমবার। এই দিনটিতে ছাত্রছাত্রীরা স্কুলে এসে পুজোয় অংশগ্রহণ করে পুজর চেনার পর হয় প্রসাদ বিতরণ কিছু কিছু জায়গায় দেখার মতো সরস্বতীর মূর্তি তৈরি করে। শুধু মূর্তির দিকেই নজর থাকে না পুজো কমিটির কোথাও কোথাও দুর্গাপূজার মত দেখার মত থীমের পূজোও হয়ে থাকে।
পুরুলিয়া জেলায় যেমন সংস্কৃতির মধ্যে পড়ে ভাদু টুসু বাঁদনা পরব, এছাড়াও পুরুলিয়া জেলার বিখ্যাত মনসা পূজা ঠিক সেই মতোই বাগ দেবীর পুজোতেও ধুমধাম করে বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে পালন করতে দেখা যায় পুরুলিয়াবাসীকে। পুরুলিয়া জেলার প্রসিদ্ধ ছৌ নিত্যের মুখোশের আদলে কোথাও মূর্তি করা হয়েছে এবছর, কোথাও বা আমার স্বরস্বতীর হাতে হেলমেট ধরিয়ে দেওয়া হয়েছে, সেখানে ওই মূর্তির মাধ্যমে পুজো কমিটির বার্তা সরস্বতী পুজোর সময় কালীপুজো বা দুর্গা পূজার মতো পুরুলিয়া জেলায় এখন ভিড় হয়ে থাকে এবং মানুষকে রাস্তায় দেখতে পাওয়া যায় বিভিন্ন পুজো প্যান্ডেলে পুজো দেখার জন্য, তাই মায়ের হাতে হেলমেট দেখে রাস্তায় নিজের সুরক্ষার জন্য হেলমেট পরবে সবাই।
কোথাও বা আদিবাসীদের সংস্কৃতি বজায় রাখতে সেইমতো মূর্তি করা হয়েছে। সরস্বতী পুজোর পরের দিন বাসি ভাত খাবার প্রচলন রয়েছে প্রতি ঘরে ঘরে, সরস্বতী পুজোর দিন ভাত রান্না করে রেখে দেওয়া হয় এবং সেই ভাত খাওয়া হয় তারপরের দিন, এই রীতিনীতির মাধ্যমে শুরু হয় আগামী গ্রীষ্মকালের ভিজে ভাত খাওয়ার প্রচলন, গ্রীষ্মের দাবদহে যেমন জল ঢালা ভাত খেতে অভ্যস্ত সবাই সরস্বতী পুজোর পরের দিন থেকে আনুষ্ঠানিকভাবে সেটার শুরু করা হয় প্রতি ঘরে।
পুরুলিয়া জেলায় যেমন শীত ঠিক তেমনি গ্রীষ্মের দাবদাহ থাকে, এই সময় মানুষ একটু স্বস্তি পায় এবং আনন্দ উৎসবে মেতে ওঠে সারা পুরুলিয়া জেলা, আর এরপরেই আসে পলাশ ফুলের দিন। মোটের উপর ভোলা যেতে পারে বাঙালির বারো মাসের ১৩ পার্বণ এর মধ্যে এই বাগদেবীর আরাধনা কেউ আপন করে নিয়েছে লাল মাটির জেলা। পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা প্রেস ক্লাব এর পক্ষ থেকেও ধুমধামের সঙ্গে করা হচ্ছে স্বরস্বতী পূজা। প্রেস ক্লাবের সম্পাদক হংস রাজ সিংহ জানিয়েছেন সারা বছর সমস্ত সাংবাদিকের কাজ বা অস্ত্র হলো কলম তাই বছরের এই দিনটিতে আমরা বিদ্যার দেবীর আরাধনা করে থাকি।