মঙ্গলবার সন্ধ্যার পর থেকে পূর্ব বর্ধমানের গলসি থানার রামপুর গ্রামে বোমাবাজি ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে গলসি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বেশ কয়েকমাস আগে রামপুর হাইস্কুলে একটি ক্রিকেট টুর্নামেন্টেকে কেন্দ্র করে গ্রামের উত্তর ও দক্ষিণ দুই পাড়ার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। সেই সময় গ্রামের কিছু মানুষ বিষয়টি মিটমাট করে দেন। তবে তারপরও দুই পাড়ার মধ্যে বিদ্বেষ কমেনি বলে জানা গিয়েছে। পৌষ সংক্রান্তি উপলক্ষে দুই পাড়ার লোকজন এলাকার গলিগ্রামের কাছে ডিভিসি-র সেচ ক্যানালের পাড়ে বনভোজন করতে যায়। সেখানে মদ্যপান করেন অনেকেই। তার পরেই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সূত্রের খবর, সন্ধ্যায় বাড়ি ফেরার সময় উত্তর পাড়ার এক ব্যাক্তির টোটো পাল্টি খেয়ে যায়। অভিযোগ, সেখানে দুই পাড়ার লোকেরা একে অপরকে উদ্দেশ্য করে কটূক্তি ও গালিগালাজ শুরু করে। সেখান থেকে গ্রামে ফিরলে দক্ষিণ পাড়ার লোকেদের সঙ্গে উত্তর পাড়ার বিবাদ বাঁধে। শুরু হয় নিজেদের মধ্যে বচসা ও হাতাহাতি। সে সময় আচমকা তিনটি বোমা ফাটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে পালিয়ে যায় বিবাদমান দুই পাড়ার লোকজন। খবর পেয়ে গলসি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে।
Advertisement
Advertisement
Advertisement



