বিধানসভা উপনির্বাচনের দিন কালীগঞ্জে ঝরল এক শিশুর প্রাণ। কালীগঞ্জের মেলেন্দি এলাকায় বোমাবাজিতে মৃত্যু হল চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর। বোমাবাজিতে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এলাকার স্থানীয়দের দাবি, সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা চালানো হয়েছে। ভোট গণনা শেষ হওয়ার আগেই তৃণমূলের বিজয়োল্লাস থেকে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ‘কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত বারোচাঁদগড় এলাকায় বোমা বিস্ফোরণে এক নাবালিকার মৃত্যু হয়েছে। আমি বিস্মিত ও অত্যন্ত শোকাহত। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ তিনি এ বিষয়ে পুলিশকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। তিনি চান যত দ্রুত সম্ভব কড়া শাস্তি পাক দোষীরা।
এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশনও। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকি যাঁরা এই ঘটনায় জড়িত তাঁদের খোঁজে তল্লাশি চলছে। যথাযথ ব্যবস্থা নেওয়ার কাজ চলছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উপনির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূলের পক্ষ থেকে বিজয়মিছিল বার করা হয়। এরপরই শুরু হয় বোমাবাজি। এই বোমাবাজির ঘটনায় মৃত্যু হয় তামান্না খাতুন নামের এক চতুর্থ শ্রেণীর ছাত্রীর। এরপরই ক্ষোভ প্রকাশ পরিবারের। বোমাবাজিতে ক্ষতিগ্রস্ত হয় এলাকার একাধিক জায়গা। কালীগঞ্জের এই ঘটনায় রাজ্য পুলিশও সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছে, ‘এমন ঘটনার জন্য যারা দায়ী, কোনওভাবেই ছাড় পাবে না। তাদের ধরতে জোরদার তল্লাশি চলছে।’ নিহত নাবালিকার মা সাবিনা বিবি জানান, ‘এই এলাকায় অনেকেই সিপিএম সমর্থক। ভোটের ফল প্রকাশিত হওয়ার আগেই তৃণমূলের লোকেরা আমার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে। আমার মেয়ে স্নান করতে বেরিয়েছিল। ওকে লক্ষ্য করেই বোমাবাজি করে। সঙ্গে সঙ্গে সেখানে প্রাণ হারায় আমার মেয়ে। দোষীদের অবিলম্বে শাস্তি চাই।’
Advertisement
কৃষ্ণনগরের পুলিশ সুপার অমরনাথ কে বলেন, ‘মর্মান্তিক ঘটনা। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে আদর শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আর কেউ জড়িত রয়েছে কিনা আমরা খতিয়ে দেখছি।’
এই ঘটনার পর এলাকা থমথমে হয়ে রয়েছে। এলাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
এলাকা ঘুরে গিয়েছেন কৃষ্ণনগরের পুলিশ সুপার।
Advertisement



